২৬ এপ্রিল চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সামষ্টিক অর্থনীতি গবেষণা ইনস্টিটিউটের উপ-মহাপরিচালক ছেন তোং ছি বলেন, ২০২০ সালের আগে চীনের অর্থনীতির বৃদ্ধি অব্যাহত থাকবে ।
কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং শহরে আয়োজিত চীনের উত্তর উপসাগর শীর্ষ ফোরামে তিনি বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৩০ বছরের মধ্যে চীনের জিডিপি'র বার্ষিক বৃদ্ধি হার ৯.৮৮ শতাংশে দাঁড়িয়েছে । যা বিশ্বের একটি বিস্ময়কর ব্যাপার । তিনি মনে করেন, বর্তমানে চীনের অর্থনীতির দীর্ঘকালীন উন্নয়নের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান ৩০ বছর পরও কমে আসে নি, বরং আরও বেশি উন্নয়নের সম্ভাবনার সৃষ্টি হয়েছে । যদিও চীন বৈদেশিক বাণিজ্যের ওপর বহুলাংশে নির্ভরশীল তবুও চীনের উন্মুক্তকরণ এখনো গভীরতর হচ্ছে । এর পাশাপাশি চীনের শহরায়ন মান বিশ্বের তুলনায় এখনো নিম্নপর্যায়ের । শহরের উন্নয়ন অব্যাহত থাকলে আরও বেশি পুঁজি বিনিয়োগ বাড়বে এবং তা চীনের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|