২৭ এপ্রিল হোচিমিন শহরে আয়োজিত পেইচিং ২০০৮ অলিম্পিক মশাল হস্তান্তর সম্পর্কিত এক প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে , ৮ মাসের প্রস্তুতির পর আগামী ২৯ এপ্রিল হোচিমিন শহরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে । হোচিমিনের শহরবাসীরা এখন পেইচিং অলিম্পিক মশালকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন ।
এ প্রেস ব্রিফিংয়ে হোচিমিন শহর ২০০৮ পেইচিং মশাল হস্তান্তর সাংগঠনিক কমিটি জানিয়েছে , বর্তমানে ৬০জন মশালবাহককে বাছাই করা হয়েছে । নিরাপত্তা রক্ষার কাজও নিশ্চিত করা হয়েছে । মশাল হস্তান্তর যাত্রা , সমাপনী অনুষ্ঠান এবং উদযাপনী অনুষ্ঠানের প্রস্তুতিমলক কাজও শেষ হয়েছে ।
জানা গেছে , হোচিমিন শহরের ডেপুটি মেয়র নুয়েন থি থু হা প্রথম মশালবাহক হিসেবে হোচিমিন থিয়েটর থেকে যাত্রা শুরু করবেন । মশাল হস্তান্তর শেষ হবে হোচিমিন শহরের সপ্তম সামরিক এলাকা স্টেডিয়ামে । এ মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেয়া চীনা মশালবাহকদের মধ্যে রয়েছেন ভিয়েতনামে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হু ছিয়ান ওয়েন , হোচিমিনে নিযুক্ত চীনা কন্সোল জেনারেল সুই মিং লিয়াং এবং চীনের পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের ৩জন প্রতিনিধি ।
হোচিমিনের মশাল হস্তান্তর ২৯ এপ্রিল বিকেল ৬টা ১০ মিনিটে শুরু হবে ।
|