২৫ এপ্রিল সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, দালাই পক্ষ বহু বার আলোচনা পুনরুদ্ধারের দাবি জানিয়েছে ভেবে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে দালাইয়ের ব্যক্তিগত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ ও আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। একই দিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়ন একে স্বাগত জানিয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র গর্ডন জনড্রো ২৫ এপ্রিল বলেন, চীন সরকার দালাই পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করার প্রস্তুতি নেয়ার জন্য যুক্তরাষ্ট্র আনন্দ বোধ করে।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ এপ্রিল এক বিবৃতিতে বলেছে, চীন সরকারের কার্যকলাপ তিব্বতের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে উপকারী হবে। উত্তেজনাময় তিব্বতের সমস্যাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সংযোজন করার অপচেষ্টা কারোর জন্য, এমনকি তিব্বতী জনগণের জন্যও কল্যাণকর হবে না।
ই.ইউর পালাক্রমিক সভাপতি রাষ্ট্র স্লোভানিয়া ২৫ এপ্রিল এক বিবৃতিতে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবিলম্বে দালাই পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনার প্রস্তুতির প্রশংসা করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|