২৫ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে চীনের সিছুয়ান প্রদেশের সিছাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ তিন সি পরিবাহক রকেটের সাহায্যে সাফল্যের সঙ্গে 'টিয়ান লিয়ান এক শীর্ষক উপাত্ত প্রদান উপগ্রহ উৎক্ষেপিত হয়েছে। ২৫ মিনিট পর উপগ্রহটি সঠিকভাবে পূর্বনির্ধারিত পৃথিবীর সমকালীন কক্ষপথে প্রবেশ করেছে।
এটি হচ্ছে ২০০৮ সালে চীনের মহাকাশে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ।
উপাত্ত রীলে উপগ্রহকে 'উপগ্রহের উপগ্রহ' বলা হয়। এ উপগ্রহটি অন্য উপগ্রহ ও নভোযানের জন্য উপাত্ত প্রদান ও মনিটর সেবা দেবে। এর সাহায্যে বিভিন্ন ধরনের উপগ্রহের ব্যবহারিক ক্ষেত্র ও জরুরী অবস্থা মোকাবিলার সামর্থ্য অনেক বেড়ে যাবে।
জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী 'টিয়ান লিয়ান এক উপগ্রহ' এ বছরের দ্বিতীয়ার্ধে শেনচৌ সাত মানুষবাহী মহাকাশযান উৎক্ষেপনের সময় প্রথমবারের মতো ব্যবহার করা হবে। তখন শেনচৌ নভোযানের মনিটারের আওতার হার পূর্বের ১২ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|