তিব্বতের লাসা শহরের উপ মেয়র সুং ই উ সম্প্রতি বলেছেন , ২০০৮সালে তিব্বত পুঁজি আকৃষ্ট করার কাজ আরো জোরদার করবে , দেশ বিদেশের ব্যবসায়ীদের বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করবে এবং তিব্বতে পুঁজি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে ।
তিব্বত স্বায়ত্তশাসীত অঞ্চলের পুঁজি আকর্ষণ ব্যুরো জানিয়েছে , ২০০৭ সালে লাসায় ২.৭ বিলিয়ন ইউয়ান পুঁজি বিনিয়োগ হয়েছে । ২০০৮ সালে লাসার পুঁজি আকর্ষণের লক্ষ্য হল ৩.৩ বিলিয়ন ইউয়ান ।
তিব্বতের শিল্প ও বাণিজ্য ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৭ সাল পর্যন্ত তিব্বতে বিদেশি শিল্প প্রতিষ্ঠান প্রায় ৫১ কোটি মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করেছে । যা ২০০২ সালের তুলনায় ৪৬ শতাংশ বেশি । চীনের অভ্যন্তরিণ শিল্প প্রতিষ্ঠানের তিব্বতে নিবন্ধিকৃত পুঁজির পরিমাণ ২২.৩ বিলিয়ন ইউয়ান , যা ২০০২ সালের চেয়ে ৫৪ শতাংশ বেশি । (শুয়েই ফেই ফেই)
|