ভারতীয় তথ্য মাধ্যমের ২৬ এপ্রিলের খবরে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দূত শ্যাম শরণ বলেছেন, ভারত নেপালের সঙ্গে ১৯৫০ সালে দু'দেশের মধ্যে স্বাক্ষরিত 'ভারত-নেপাল শান্তিপূর্ণ মৈত্রী চুক্তি' নিয়ে পুনরায় আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
শরণ বলেন, ভারত পক্ষ যদি এই চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্কের কর্মসূচীতে অন্তর্ভূক্ত করে তাহলে চুক্তির বিষয়বস্তু নিয়ে পুনর্বার আলোচনা করার কোন সমস্যা নেই।
নেপালের নির্বাচন কমিশনের ২৫ এপ্রিল প্রকাশিত নেপালের সংবিধান প্রণয়ন পরিষদের নির্বাচনের ফলাফল অনুযায়ী, নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি সংবিধান প্রণয়ন পরিষদের বৃহত্তম পার্টিতে পরিণত হয়েছে। ভারতের তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা প্রচন্দা ২৪ এপ্রিল 'অসম' 'ভারত-নেপাল শান্তিপূর্ণ মৈত্রী চুক্তি'কে বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি নেপাল ও ভারতের মধ্যে স্বাক্ষরিত অন্যান্য চুক্তি পুনর্বার পর্যালোচনা করার কথাও বলেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|