|
|
(GMT+08:00)
2008-04-25 20:50:45
|
২০১০ সালের শেষ নাগাদ ম্যালেরিয়া প্রতিরোধ ব্যবস্থা গোটা আফ্রিকায় কার্যকর হবে -- বান কি মুন
cri
প্রথম " বিশ্ব ম্যালেরিয়া দিবস" উপলক্ষে ২৫ এপ্রিল জাতি সংঘ মহা সচিব বান কি মুন ২০১০ সালের শেষ নাগাদ ম্যালেরিয়া প্রতিরোধ ব্যবস্থা সারা আফ্রিকায় কার্যকর করার জন্য বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিতভাবে চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, এ সব ব্যবস্থা হল, ম্যালেরিয়া রোগীদের জন্য মশা নিধনকারী ও কীটনাশক সরবরাহ করা , ম্যালেরিয়া শনাক্ত ও চিকিত্সার মান বাড়ানো এবং অন্তস্বত্বাদের জন্য নিরসন ব্যবস্থা জোরদার করা । তিনি বলেন যদিও ম্যালেরিয়া নিরসনের ক্ষেত্রে আফ্রিকারকয়েকটি দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবু অধিকাংশ দেশ এখনও ম্যালেরিয়া রোগের হার কমাতে পরেনি । তিনি বিভিন্ন দেশের নেতাদেরকে এই রোগ দূর করার জন্য আরও বেশী চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন্।
|
|
|