চীনের অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় কোষাগার প্রধান চান চিং থাও ২৪ এপ্রিল পুনরায় ঘোষণা করেছেন যে, চীন জি পি এ-তে যোগ দেবে।
এদিন তিনি পেইচিংয়ে অনুষ্ঠিত চীন ও ইউরোপের সরকারী ক্রয় সংক্রান্ত সেমিনারে বলেন, যোগদান হচ্ছে চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময় চীন জি পি এতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি। গত বছর চীন ডাব্লিউ টি ও সচিবালয়ে দেয় জি পি এ-তে যোগদানের আবেদনপত্র দাখিল করে। এ বছর ফেব্রুয়ারী মাসে চীন সরকার একটি প্রতিনিধি দল জেনেভায় পাঠিয়ে জি পি এ'র সদস্যদের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা করেছে। এ থেকে বোঝা যায় যে, চীন সরকার একটি দায়িত্বশীল সরকার।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মনে করেন, চীন জি পি এ-তে যোগদান করলে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো পশ্চিমা দেশগুলোর সরকারী বাজারে প্রবেশ করার অনুমোদন পেতে সক্ষম। এটি একদিকে চীনের শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি উন্নয়নের এবং অন্যদিকে চীন সরকারের ক্রয় ক্ষেত্রের ব্যবস্থা পূর্ণাঙ্গ হওয়ার জন্য সহায়ক হবে।
চান চিং থাও বলেন, চীন জি পি এ-তে যোগ দিলে ধারাবাহিক কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে । একটি উন্নয়নশীল দেশ হিসেবে চীন সরকারের ক্রয় ব্যবস্থা জি পি এ-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে চাইলে সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে হবে।--ওয়াং হাইমান
|