v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-25 19:58:50    
চীনে সংক্ষিপ্ত সংবাদ প্রেরণ

cri

cri

    পঁচিশ বছর বয়স্ক উ ছিং কাং পেইচিংয়ের একটি হাই টেক কম্পানির একজন ইঞ্জিনিয়ার । ছয় মাস আগের একদিন , সন্ধ্যার আটার দিকে । তিনি ইন্টারনেটে কিছুক্ষণ খবরাখবর পড়ার পর একটি ওয়েব সাইটে ছিনসিইমিনইয়ে নামে একজন নেটিজেনের মোবাইলফোনের নম্বার পেলেন । তিনি নিজের মোবাইল ব্যবহার করে এই নেটিজেনের কাছে একটি সংক্ষিপ্ত সংবাদ পাঠিয়ে শুভেচ্ছা জানালেন , অল্পক্ষন পর তিনি উত্তর পেলেন । বাসে করে বাড়ি ফেরার পথে তিনি সংক্ষিপ্ত সংবাদ প্রেরনের মাধ্যমে এই নেটিজেনের সংগে নানা বিষয়ে গল্প করলেন । তাঁর অজান্তে প্রায় একঘন্টা কেটে গেল । তিনি বাড়িতে ফিরে কাজের চাপে তার ক্লান্ত মনও হাল্কা হলো । ছয় মাসের পর ছিনসিমিনইয়ের সংগে তাঁর বিয়ে হয়েছে ।

    এই গল্পের নায়ক উ ছিং কাং আমাদের সংবাদদাতাকে জানালেন ,সেই দিনের পর তাঁরা মাঝেমাঝে মোবাইল ব্যবহার করে সংক্ষিপ্ত সংবাদ বিনিময় করেন । কোনো কোনো সময়ে পেইচিংয়ের বাইরে কাজ করতে গেলেও তিনি সংক্ষিপ্ত সংবাদ পাঠাতে ভুলেন না ।

    এই প্রসংগে তিনি বলেছেন : একে অপরের পরিচয় পাওয়ার সময় দীর্ঘ না হলেও আমরা প্রাণ খুলে কথা বলেছি এবং পরস্পরকে খুবই আপন বলে মনে হয়েছে । তখন রোজ আমি গড়ে প্রায় একশোটি সংক্ষিপ্ত সংবাদ পাঠাই ।

   সংক্ষিপ্ত সংবাদ প্রেরণের মাধ্যমে তিনি জানতে পেরেন ,ছিনসিমিনইয়ের আসল নাম ছিনউয়ে । এই মেয়ে থাকেন পেইচিং থেকে এক হাজার কিলোমিটার দূরের তাই ইউয়ান শহরে । দু সপ্তাহের পর তাই ইউয়ান শহরের রেলস্টশনে তাঁদের দেখা হলো । তাঁদের দু জনের মনে হলো যে , যাকে অনেক বছর ধরে সন্ধান করেছে তাকে পাওয়া গেল ।

   ছিনইয়ে ও উ ছিং কাংয়ের মত সংক্ষিপ্ত সংবাদ পাঠাতে পাঠাতে যারা শেষ পর্যন্ত দম্পতি হয়েছেন তাঁরা সংখ্যায় খুবই কম । তবে চীনে মোবাইল ব্যবহার করে সংক্ষিপ্ত সংবাদ পাঠিয়ে যে তথ্য বিনিময় আর শুভেচ্ছা বিনিময় করা হয় তা একটি প্রথায় পরিণত হয়েছে । যেমন চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব উপলক্ষে এক এক দিন দশ কোটি সংক্ষিপ্ত সংবাদ পাঠানো হয় । একটি পরিসংখ্যান অনুযায়ী গত বছরে নববই বিলিয়ন সংক্ষিপ্ত সংবাদ পাঠানো হয়েছে । এই বছরে সংক্ষিপ্ত সংবাদের সংখ্যা দাঁড়াবে আনুমানিক দেড় শো বিলিয়ান । এই কথা নি:সন্দেহে বলা যায় যে , চীনে এমন একজন মোবাইল ব্যবহারকারী নেই যিনি সংক্ষিপ্ত সংবাদ পাঠান নি ।

    বস্তুত: সংক্ষিপ্ত সংবাদের সংখ্যার বৃদ্ধি মোবাইলের প্রচলনের সংগে ওতপ্রোতভাবে জড়িত । রাস্তায় নেমে লক্ষ্য করলে দেখা যায় , তিন চাকাওয়ালা গাড়ি যে চালায় সেও মোবাইল ব্যবহার করছে ।

    চীনে টেলি যোগাযেগ কম্পানিগুলো সংক্ষিপ্ত সংবাদ প্রেরণের নতুন নতুন পদ্ধতি প্রচলনের ব্যবস্থা নিচ্ছে । এমজন হলো সংক্ষিপ্ত সংবাদ প্রেরণের সর্বাধুনিক পদ্ধতি । এই পদ্ধতিতে একজন মোবাইল ব্যবহারকারী বিশ ইউয়ান জমা দিলে তিন শোটি সংক্ষিপ্ত সংবাদ পাঠাতে পারে । মি: কাও রান এই নতুন পদ্ধতির ভূয়সী প্রসংশা করে বলেছেন :আমার সহপাঠীরা ছড়িয়ে রয়েছে সারাদেশে। তাঁদের সবাইয়ের সংগে টেলিফোন করা একটি ব্যয়বহুল ব্যাপার । কিন্তু এমজন পদ্ধতিতে এটি সংক্ষিপ্ত সংবাদ পাঠাতে মাত্র আট ফেন লাগে । তাই আমার সহপাঠীরা যত দূরে থাকেন না কেন ,তাঁদের সংক্ষিপ্ত সংবাদ পাঠিয়ে শুভেচ্ছা জানাতে আমি এখন ইতস্তত করি না ।

    সংক্ষিপ্ত সংবাদ প্রেরণের সুবিধা অপরিচিত লোকদের মধ্যে যোগাযোগের সেতু তৈরী করেছে । একটি সংবাদমাধ্যমের কর্মচারী মাদাম ওয়াং ফাং সংক্ষিপ্ত প্রেরণের মাধ্যমে সাক্ষাত্কার নিয়েছেন । মাদাম ওযাং সংগীতানুষ্ঠানের উপস্থাপক । তিনি তাঁর শ্রোতাদোর সংগে একটি জনপ্রিয় গায়কের পরিচয় করিয়ে দিতে চেয়েছেন । এই জনপ্রিয় গায়কের মৌবাইলফোনের নম্বর পাওয়ার সংগে সংগে তিনি সংক্ষিপ্ত সংবাদ পাঠালেন । এই প্রসংগে তিনি বলেছেন: আমি সংক্ষিপ্ত সংবাদে আমার নিজের পরিচয় দিয়েছি ,তাঁর সাক্ষাত্কার নেয়ার গুরুত্বও ব্যাখ্যা করেছি এবং আমার ঠিকানাও দিয়েছি । দু ঘন্টার পর তিনি আমাকে ফোন করে সাক্ষাত্কারের সময় ঠিক করলেন ।

    সংক্ষিপ্ত সংবাদ প্রেরণে চীনাদের যোগাযেগের পদ্ধতি বহুলাংশে সহজ হয়েছে । অচীরে সংক্ষিপ্ত সংবাদ প্রেরণে বোধহয় সিনেমা টিকেট কাটা যাবে, তাটকা ফুল কেনা যাবে এবং টেলিফোন ,পানি আর বিদ্যুতের খরা জমা দেয়া যাবে ।