২৪ এপ্রিল জাতি সংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, সুদানের দারর্ফুর অঞ্চলের কাছে এই সংস্থার পাঠানো খাদ্যের গাড়িবহর স্থানীয় সশস্ত্র সদস্যদের উপর্যুপরি হামলার শিকার হওয়ায় স্থানীয় শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বিপুল পরিমাণে কমিয়ে দেওয়া হবে ।
বিবৃতিতে বলা হয়, ২১ এপ্রিল উত্তর-দক্ষিণ দারর্ফুর সংলগ্ন সড়কে পাঠানো বিশ্ব খাদ্য কর্মসূচীর খাদ্যের গাড়ীর একজন চালক সশস্ত্র সদস্যদের গুলিতে নিহত হয়েছে । গত এক মাসের মধ্যে এ নিয়ে এই সংস্থার দ্বিতীয় গাড়ি চালক স্থানীয় সশস্ত্র সদস্যদের গুলিতে নিহত হলেন।
উপর্যুপরি খাদ্যের গাড়ি আক্রান্ত হওয়ার কারণে দারফুর অঞ্চলে বিশ্ব খাদ্য কর্মসূচীর পাঠানো খাদ্যের পরিমাণ আগের ১ হাজার ৮শো টন থেকে সম্প্রতি ৯ শো টন কমে গেছে । আগামী মে মাস থেকে বিশ্ব খাদ্য কর্মসূচী দারর্ফুর অঞ্চলের শরণার্থীদের কাছে খাদ্য সহায়তার পরিমাণ বিপুল পরিমাণে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
|