ফ্রান্স চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় , পেইচিং অলিম্পিকের সাফল্য কামনা করে এবং মনে করে যে, তিব্বত সমস্যা হচ্ছে চীনের অভ্যন্তরীন ব্যাপার। ২৪ এপ্রিল ফরাসী সিনেটের স্পীকার ক্রিশ্চিয়ান পনসেলে চীনের কমিউ নিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ বিভাগের প্রধান ওয়াং চিয়া রুইয়ের সঙ্গে সাক্ষাত্কালে এ কথা জানান।
ওয়াং চিয়া রুই বলেন, এখন চীন ও ফ্রান্সের ঐতিহ্যবাহী মৈত্রী উন্নয়নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরভাবে এগিয়ে নেয়ার জন্য চীন ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চেষ্টা চালাতে ইচ্ছুক।
পনসেলে বলেন, ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দল ফ্রান্স-চীন মৈত্রীর সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়।
এদিন পনসেলে চীনা সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, প্যারিস দালাইকে " প্যারিসের সম্মানসূচক নাগরিকত্ব" দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে , এটা ফ্রান্স সরকারের সিদ্ধান্ত নয়।--ওয়াং হাইমান
|