v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-25 19:08:19    
চীন ও ইউরোপ জোরদার সম্পর্ক বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়কঃ হু চিন থাও

cri

    চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ২৫ এপ্রিল পেইচিংয়ে বলেন, চীন ও ইউরোপের মধ্যে জোরদার সম্পর্ক বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের সহায়ক হবে।

     চীন সফররত ইইউ কমিশনের চেয়ারম্যান হোমে ম্যানুয়েল দুরাও বারোসোর সঙ্গে সাক্ষাত্কালে প্রেসিডেণ্ট হু চিন থাও বলেন, বর্তমান জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিবেশে, চীন ও ইউরোপ সম্পর্ক জোরদার করা শুধু দু'দেশের মৌলিক স্বার্থের জন্য উপযোগী তা নয়, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অনুকূল । তিনি আশা করেন, দু'পক্ষ উচ্চ পর্যায়ের সফরবিনিময় করবে, কৌশলগত বৈঠক ও পরামর্শ জোরদার করবে, পারস্পরিক নীতিমালার বোঝাপড়া ও মতৈক্য ত্বরান্বিত করবে, বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণ করবে, বহুপক্ষীয় বিষয় ও আন্তর্জাতিক সমস্যা সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে, দু'পক্ষের মতভেদ দূর করবে, যাতে চীন ও ইউরোপের সার্বিক কৌশলগত সম্পর্ক দীর্ঘ দিন ধরে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হয়।

    বারোসো বলেছেন, ইইউ চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করার চেষ্টা চালাচ্ছে। পারস্পরিক সম্মান প্রদর্শন ও গঠনমূলক মনোভাব নিয়ে বৈঠকের মাধ্যমে ইইউ পারস্পরিক মতভেদ নিরসন করতে ইচ্ছুক। ইইউ'র একীকরণের বিষয়ে চীনের বরাবরের সমর্থনের জন্য বারোসো কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন।

    একই দিন, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বারোসোর সঙ্গেও বৈঠক করেছেন। দু'পক্ষ চীন ও ইউরোপের সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে গভীর ও আন্তরিকভাবে মত বিনিময় করেছেন এবং বেশ কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।

    (ওয়াং তান হোং)