চীনের কিছু পর্যটন দল ধারাবাহিকভাবে লাসায় পৌঁছানোর মধ্য দিয়ে '১৪ মার্চের' ঘটনার কারণে ব্যাহত তিব্বতের পর্যটন বাজার আবার ২৪ এপ্রিল থেকে সার্বিকভাবে চালু হয়েছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, '১৪ মার্চের' ঘটনায় তিব্বতের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুতর প্রভাব পড়েছিল। এরপর থেকে কিছু সময়ের জন্য পর্যটকদের নিরাপত্তা জনিত কারণে বিভিন্ন পর্যটন সংস্থা সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রাখে।
বর্তমানে তিব্বতের উত্পাদন ও জন জীবনের শৃঙ্খলা পর্যায়ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। সামাজিক পরিস্থিতিও ভালোর দিকে যাচ্ছে। তিব্বতের বিভিন্ন পর্যটন সংস্থা মূল-ভূভাগের পর্যটন দলকে গ্রহণ করতে শুরু করেছে।
(খোং)
|