|
|
(GMT+08:00)
2008-04-25 19:05:10
|
|
ইসরাইল হামাসের যুদ্ধ-বিরতির প্রস্তাব নাকচ করেছে
cri
২৫ এপ্রিল ইসরাইলের "গারেজে" ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড বেকায়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ইসরাইল হামাসের দেওয়ার যুদ্ধ-বিরতির প্রস্তাব গ্রহণ করবে না ।
তিনি বলেন, তাদের সশস্ত্র শক্তিকে আবার পুনর্গঠিত করার লক্ষ্যে কালক্ষপনের জন্য হামাস এই প্রস্তাব দিয়েছে। যদি ইসরাইলের ওপর হামাস তাদের " সন্ত্রাসী হামলা " বন্ধ করে তাহলে হামসার ওপর ইসরাইলের সামরিক অভিযান চালানোর কোন প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ইসরাইলীদের নিরাপত্তা রক্ষার জন্য গাজা অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহব থাকবে ।
এর আগের দিন মিসর সফররত হামাসের প্রতিনিধি দল কায়রোতে বলেছিল, হামাস প্রথমেগাজা অঞ্চলে ইসরাইলের সঙ্গে লড়াই বন্ধ করবে । কিন্তু এর পাশাপাশি ইসরাইলের উচিত গাজার ওপর থেকে অবরোধ উঠিয়ে নেওয়া এবং সীমান্তের স্থল বন্দর খুলে দেওয়া ।
আরেকটি খবরে জানা গেছে, ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রসফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেন, তিনি বিশ্বাস করেন, চলতি বছরের শেষ দিকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে ফিলিস্তানী রাষ্ট্র গঠন সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হবে । মাহমুদ আব্বাসও প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ বছরের শেষ নাগাদ দু'দেশের মধ্যে এই বিষয় নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে ।
|
|
|