v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Thursday Mar 13th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-25 18:40:04    
প্রতিবন্ধীদের উন্নয়নের সুফল ভোগ করার অধিকার নিশ্চিত হবে

cri
     সম্প্রতি সংশোধিত প্রতিবন্ধীর অধিকার ও স্বার্থ নিশ্চয়তা আইনে প্রতিবন্ধী খাতে অর্থবরাদ্দ নিশ্চিত করা , অন্ধদের বইপত্র ও চিঠি বিনা পয়সায় ডাকে পাঠানো , প্রতিবন্ধীদের জন্য বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা ও সরকারী কেনাটানার সময় প্রতিবন্ধীদের তৈরী পণ্য বেশি ক্রয় ইত্যাদি বিষয় যোগ করা হয়েছে । এ ছাড়া এ আইনে প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ নিশ্চয়তা ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উন্নত অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের কর্মসংস্থান , সামাজিক নিরাপত্তা ও সামাজিক বিষয়াদিতে অংশগ্রহণসহ অনেক নতুন ধারা অন্তর্ভুক্ত হয়েছে । অনেকেই অভিমত দিয়েছেন যে , সংশোধিত প্রতিবন্ধী আইন প্রতিবন্ধীদের লেখাপড়া , কর্মসংস্থান ও জীবনের পথ সুগম করেছে ।

    চীনের প্রতিবন্ধীর সংখ্যা আট কোটি ৩০ লাখ । সমগ্র চীনে ২৬ কোটি পরিবারে প্রতিবন্ধী ব্যক্তিআছে । ১৭ বছর আগে থেকেই চীনের প্রতিবন্ধী আইন কার্যকর শুরু হয় । এ বছর এ আইন সংশোধনের প্রধান উদ্দেশ্য হলো প্রতিবন্ধীদের উন্নয়নের ফল ভোগ করার অধিকার নিশ্চিত করা । সংশোধনের আগে প্রতিবন্ধী আইনের প্রধান বিষয়বস্তু ছিল প্রতিবন্ধীদের স্বাস্থ্যরক্ষা , শিক্ষা , কর্মসংস্থান ও সুযোগসুবিধা নিশ্চিত করা । সংশোধিত প্রতিবন্ধী আইনে স্পষ্টভাবে প্রতিবন্ধীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে। নতুন সরকার গঠিত হবার পর ২৪ এপ্রিলজাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির অধিবেশনে প্রথম আইন হিসেবে সংশোধিত প্রতিবন্ধী আইনটি গৃহীত হয় । এ সম্পর্কে জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কো বলেন , আমি বিশ্বাস করি , এই আইন প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ রক্ষা , গোটা সমাজে প্রতিবন্ধীদের সাহায্য করার চেতনা সৃষ্টি এবং প্রতিবন্ধীদের সমানভাবে সামাজিক তত্পরতায় অংশ গ্রহণ ও উন্নয়নের ফল ভোগ করার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ ।

    সংশোধিত প্রতিবন্ধী আইনে বলা হয়েছে , দালানকোঠা ও সড়কপথে প্রতিবন্ধীদের যাতায়াতের বিশেষ ব্যবস্থা থাকতে হবে এবং তথ্য বিনিময় ও পরিসেবা ক্ষেত্রে প্রতিবন্ধীদেরসুযোগসুবিধা দিতে হবে। এ আইনে বিভিন্ন স্তরের সরকারের প্রতি প্রতিবন্ধী খাতের অর্থবরাদ্দ নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে । প্রতিবন্ধীরা যাতে সাবলম্বী হতে পারে , সেজন্য সরকার ও সমাজকে প্রতিবন্ধীদের জীবন , শিক্ষা , আবাসন সাহায্য করতে হবে , সরকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট অনুপাতে প্রতিবন্ধী গ্রহণ করতে হবে , সংশ্লিষ্ট বিভাগকে বিনা খরচে প্রতিবন্ধীদের পেশাগত প্রশিক্ষণ দিতে হবে । এ ছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন স্তরের সরকারে প্রতিবন্ধীদের শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করতে হবে এবং বাধ্যতামূলক শিক্ষাপর্যায়ের প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও গরীব প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পাঠ্যবই দিতে হবে ।

     উত্তর-পূর্ব চীনের সেন ইয়াং শহরের জাতীয় গণ কংগ্রেস প্রতিনিধি সুন সু চুন বলেন , সংশোধিত প্রতিবন্ধী আইন কার্যকর হওয়ার পর প্রত্যেক প্রতিবন্ধী উপকৃত হবেন এবং সংস্কারের সুফল ভোগ করবেন। এ আইন সংশোধনের পর প্রতিবন্ধীদের সুযোগসুবিধা আইন দ্বারা নিশ্চিত হয়েছে । আমি মনে করি , এটা এক আনন্দের ব্যাপার। সংশোধিত প্রতিবন্ধী আইন পয়লা জুলাই থেকে কার্যকর হবে । আসলে চীনে প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ সম্পর্কিত আইনবিধি ৫০টিরও বেশি । এক মাস আগে চীনের কমিউনিষ্ট পার্টি ও চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ নিশ্চয়তা সম্পর্কিত ২ নম্বর দলিল প্রকাশ করেছে । চীনের প্রতিবন্ধী ফেডারেশনের উপপ্রধান সুন সিয়েন তে বলেন , অবশ্যই প্রতিবন্ধী আইন প্রাথমিক স্তর পর্যন্ত কার্যকর করা উচিত । প্রতিবন্ধী আইন কার্যকর করার জন্য পরবর্তীকালে নানা ধরনের ব্যবস্থা নেয়া হবে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China