২২টি আরব দেশের তথ্য মাধ্যম প্রতিনিধিরা পেইচিং-এ বলেছেন, সংবাদ ক্ষেত্রে তারা চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ভুল ও ঘটনার ন্যায্যবিবরন প্রকাশ করবে।
২৪ এপ্রিল দু'দিনব্যাপী প্রথম চীন-আরব সংবাদ সহযোগিতা ফোরাম পেইচিং-এ শেষ হয়েছে। দু'পক্ষ ফোরামের তথ্য বিবরণী প্রকাশ করার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে চীন ও আরব লীগের সদস্য দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও যোগাযোগ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
তাছাড়া দু'পক্ষ প্রতি দুই বছর 'চীন-আরব সংবাদ সহযোগিতা ফোরাম অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে । চীন ও আরব লীগের সদস্য দেশগুলোর সংবাদ কর্মকর্তা, সামাজিক গোষ্ঠী ও প্রধান তথ্য মাধ্যমের দায়িত্বশীল কর্মকর্তারা ফোরামে অংশ নেন।
(খোং)
|