২৫ এপ্রিল ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩জন নিহত এবং ২০জন আহত হয়েছে।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশওয়ার থেকে ৬০ কিলোমিটার দূরের মারদান শহরের পুলিশ ব্যুরোর কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। একজন পুলিশ এবং ২জন বেসামরিক লোক নিহত হওয়া ছাড়াও ১৩ নিরাপত্তা রক্ষী ও ৭জন সাধারণ মানুষ আহত হয়েছে। এর মধ্যে ৭জনের অবস্থা আশংকাজনক।
এছাড়া বিস্ফোরণ পুলিশ ব্যুরোর কাছে কমপক্ষে ১৫টি দোকান কম বেশি বিধ্বস্ত হয়েছে।
খবরে জানা গেছে, এক ব্যক্তি পুলিশ ব্যুরোর বাইরের একটি গাড়িতে বোমা পেতে বিস্ফোরণটি ঘটায়।
(খোং)
|