পিপলস ডেইলি পত্রিকার খবর জানা গেছে, চীনের বিভিন্ন স্থানের ক্যাডার ও বিশিষ্ট ব্যক্তিরা সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী তিব্বতপন্থীদের অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর পণ্ড করার অপচেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, মেধা কাজে লাগিয়ে সবার দেশপ্রেমের পরিচয় দেওয়া ও সমাজের স্থিতিশীলতা সুরক্ষা করা উচিত।
চায়না মোবাইল ছংছিং কোম্পানির কর্মকর্তা লিউ ছাং বলেন, প্যারিসসহ কিছু শহরে সংঘটিত মশাল যাত্রা ব্যাহত করার ঘটনা অলিম্পিক গেমস এবং চীনা জনগণের বন্ধুত্বপূর্ণ অনুভূতিতে আঘাত করেছে। ক্ষোভ প্রকাশ ছাড়াও, আমাদেরকে যার যার কাজ ভালোভাবে করা এবং একটি সফল অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর পক্ষপাতিত্বের জবাব দেয়া উচিত।
উ হান শঞরের ক্যাডার উ চোং সিন বলেন, আমরা বিচ্ছিন্নতাবাতী তিব্বতপন্থীদের সহিংস কর্মকান্ডের বিরোধিতা করি। কিন্তু আমরা সহিংস উপায়ে তাদেরকে মোকাবেলা করবো না। শান্তি ও সম্প্রীতি হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য। (লিলি)
|