v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-24 21:09:59    
চীনের জাতীয় গণ কংগ্রেসের কৃষক প্রতিনিধিরা বড় দায়িত্ব পালন করছেন

cri
    চীনের ১৩০কোটি মানুষের মধ্যে বেশির ভাগ কৃষক। ঐতিহাসিকভাবেই চীনের শহর ও গ্রামের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। সাম্প্রতিক কয়েক বছর ধরে চীন সরকার কৃষি শিল্পে ভর্তুকি বাড়িয়ে গ্রামে উত্পাদন ও আবাসনের মান উন্নয়নের চেষ্টা করছে। পাশাপাশি চীন কৃষকদের রাজনৈতিক অধিকারের ওপরও ব্যাপক গুরুত্ব দিচ্ছে। গত মার্চ মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে কৃষক প্রতিনিধির সংখ্যা অনেক বেড়েছে। শানতং প্রদেশের চিনিং শহরের গ্রামীন কৃষক প্রতিনিধি ওয়াং লেছেং পেইচিংয়ে বেশ বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। আগে জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনের তেমন কোনো খবরাখবর রাখতেন না। কিন্তু এ বছরের সম্মেলনটি ছিল আর কাছে আলাদা। তিনি ব্যাপক মনোযোগ দিয়েছেন এই সম্মেলনের ওপরে। এর কারণ সম্পর্কে তিনি বলেন, 'আমি পেইচিংয়ে আছি চার বছর। নির্মাণ শ্রমিক হিসেবে এখানে কাজ করছি। এর আগে আমরা কৃষকরা চীনের পার্লামেন্টের দুটি অধিবেশনের ওপর তেমন মনোযোগ দিতাম না। কিন্তু এখন এ দুই অধিবেশনে আমরা কৃষক প্রতিনিধি হিসেবে আছি। আমরা সরাসরি মতামত ও প্রস্তাব পেশ করার সুযোগ পেয়েছি। এতে আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান সহজ হবে। এ জন্য আমারা আনন্দিত।'

    পাশাপাশি এবারই প্রথমবারের মতো তিনজন কৃষক শ্রমিক চীনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিদের সম্মেলনে অংশ নিয়েছেন। বর্তমানে চীনের নানা স্থানে প্রায় ২০কোটি কৃষক শ্রমিক কাজ করছেন। তাঁরা প্রধানত নির্মাণ, উত্পাদন ও পরিবহন শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু এর আগে তাঁদের সামাজিক কল্যাণ ও চিকিত্সা বীমার নিশ্চয় ছিল না। খাং হোংমিং তিনজন কৃষক শ্রমিক প্রতিনিধির মধ্যে একজন। তিনি ওয়াং লেনছেংয়ের মতই একজন নির্মাণ শ্রমিক। তিনি বলেন, জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি এবারের বার্ষিক সম্মেলনে কৃষক শ্রমিকদের সমস্যা তুলে ধরেছেন। যেমন তিনি তাদের চিকিত্সা বীমা ব্যবস্থা উন্নয়নের প্রস্তাব করেছেন। এ সম্পর্ক তিনি বলেন, 'আমি একজন নির্মাণ শ্রমিক। আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি। আশা করি, কেন্দ্রীয় সরকার আমাদের জন্য কর্মরত অবস্থায় আহত হওয়ার বীমা, চিকিত্সা বীমা ও পেশাজনিত রোগ প্রতিরোধের ওপর আরো বেশি গুরুত্ব দেবে।'

    খাং হোংমিংয়ের প্রস্তাবের সঙ্গে ওয়াং লেনছেং একমত পোষণ করেন। ওয়াং লেনছেন মনে করেন, খাং হোংমিংয়ের প্রস্তাবে নির্মাণ কৃষক শ্রমিকের মতামত প্রতিফলিত হয়েছে। ওয়াং লেনছেং বলেন, 'আমদের এখন কৃষক শ্রমিকদেরকে সাহায্য করার মতো ব্যক্তি রয়েছেন। শহরে কাজ করতে আর কোনো অসুবিধা হবে না। জাতীয় গণ কংগ্রেসে কৃষক শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য প্রতিনিধি রয়েছে।'

    কৃষক শ্রমিক প্রতিনিধিরা ছাড়াও বর্তমানে আগের জাতীয় গণ কংগ্রেসগুলোর বার্ষিক সম্মেলনের চেয়ে বর্তমানে মৌলিক পর্যায়ের কৃষক প্রতিনিধির সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। ৭৯ বছর বয়সী শে চিলেন একজন কৃষক প্রতিনিধি। তিনি চীনের প্রথম থেকে একাদশ জাতীয় গণ কংগ্রেস পর্যন্ত প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণকারী একমাত্র ব্যক্তি। তিনি স্মৃতি চারণ করে বলেন, কয়েক দশক আগে কৃষক প্রতিনিধির সংখ্যা ছিল কম এবং সাংস্কৃতির মানও নিচু ছিল। আগে তিনিও নিজের নাম লিখতে না এবং সম্মেলনে নিজের প্রস্তাব তুলে ধরতে পারতেন না। এখন তিনি শুধু যে পত্রিকা পড়তে পারেন তা নয়, বরং প্রতিনিধি সম্মেলনে গুরুত্বপূর্ণ প্রস্তাবও পেশ করতে পারেন। তাঁর অধিকার সচেতনা ও তা বাস্তবায়নের দক্ষতা দিন দিন বাড়ছে। 'এখন আমরা সম্মেলনে চীনের পরিস্থিতি নিয়ে ব্যাপক ও গভীরভাবে আলোচনা করি। আমরা কৃষকদের পক্ষ থেকে তাঁদের সমস্যা উপস্থাপন করি। তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করি। এটি হল প্রতিনিধিদের দায়িত্ব।'

    কৃষক শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আধুনিক কৃষকরাও রয়েছেন। তাঁরা শিক্ষিত, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও ব্যবসার অভিজ্ঞতা রয়েছে। চেচিয়াং প্রদেশের কৃষক প্রতিনিধি ইউ স্যুওয়েন এ ধরণের কৃষক। তিনি চা শিল্প-প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা। তিনি অনেক বিশেষজ্ঞকে নিয়োগ করেন এবং নিজে সরজমিক। তিনি গ্রামে কৃষকদের মতামত সংগ্রহ করে সম্মেলনে চার জরিপ চালান প্রস্তাব করেছেন। এর মধ্যে অন্যতম হল কৃষি শিল্পে পুঁজি বিনিয়োগের জন্য আইন প্রণয়ন করার প্রস্তাব। এ সম্পর্কে তিনি বলেন, এটি হল গ্রামের টেকসই উন্নয়ন ও কৃষকদের স্বার্থ নিশ্চিত করার পক্ষে একটি প্রস্তাব। আমি মনে করি, এ আইনের মাধ্যমে কৃষি শিল্প ও সারা চীনের উন্নয়ন ভারসাম্য সুষ্ঠুভাবে বিকশিত হবে।'

তিনি মনে করেন, কৃষি শিল্পে পুঁজি বিনিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করলে সরকারের জন্য কৃষি শিল্পে কার্যকর পুঁজি বিনিয়োগ জোরদারে সহায়ক হবে। খুব শিগগির কৃষি শিল্পে বিনিয়োগ স্থিতিশীলভাবে বাড়ানো নিশ্চিত ব্যবস্থা গড়ে তোলা উচিত্। পাশাপাশি এ ধরণের আইন কৃষক ও অন্যান্য পক্ষকে আধুনিক কৃষি শিল্পে বিনিয়োগের উত্সাহিত করার জন্য কার্যকর। ইউ স্যুওয়েনের মত কৃষক প্রতিনিধি আরো অনেকে রয়েছেন। এবারের সম্মেলনে কৃষক প্রতিনিধিরা আরো বেশি ভূমিকা পালন করেছেন। তাঁদের প্রস্তাব ও মতামত ক্রম বহুমুখী হচ্ছে। কৃষক প্রতিনিধি ইয়াং ছেংথাও মনে করেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যেঅনেক ব্যবধান রয়েছে। সেজন্য কৃষক প্রতিনিধিদের উচিত শিক্ষা জোরদার করা ও আরো বেশি দেশের রাজনীতি সম্পর্কে মানুষকে জানানো। তিনি আরো বলেন, 'আগে আমি মনে করতাম, একজন কৃষক প্রতিনিধি হিসেবে শুধু গ্রামের কিছু সমস্যা তুলে ধরা যথেষ্ট। কিন্তু এখন আমি মনে করি, জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের অংশগ্রহণকারী। আমাদের উচিত দেশ ও কৃষকদের জন্য দায়িত্ব বহন করা। আমাদের প্রস্তাব দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নের সঙ্গে সংগতিপূণ।'

    চীনের সমাজ ও বিজ্ঞান একাডেমির সামাজিক জ্ঞান গবেষণালয়ের গবেষক ওয়াং ছুনকুয়াং মনে করেন, গ্রামের মৌলিক পর্যায়ের প্রতিনিধিরা আরো সরাসরি ও স্পষ্টভাবে কৃষকদের স্বার্থ ও প্রত্যাশ্যার প্রতিফলন ঘটাবেন। তাঁদের ভূমিকা 'কৃষি, কৃষক ও গ্রাম' সমস্যা সমাধানের সঙ্গে জরুরি অনুকূল। তিনি আরো বলেন, 'বেশি বেশি কৃষক প্রতিনিধি জাতীয় সর্বোচ্চ কর্তৃপক্ষে যোগ দিয়ে আরো বেশি প্রস্তাব করতে পারবেন। আমরা আশা করি, কৃষক প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি দেশ ও গ্রাম উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধিতে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আরো বেশি সহায়ক নীতি ও ব্যবস্থা এনে দেবে।'