সামরিক সরঞ্জাম রপ্তানিতে চীন সব সময় দায়িত্ব ও সতর্ক মনোভাবের পরিচয় দিয়ে এসেছে এবং কড়াকড়িভাবে রপ্তানি প্রশাসনিক ব্যবস্থা মেনে চলছে।
২৪ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ পেইচিং-এ এক প্রেস ব্রিফিং-এ সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে আফ্রিকায় চীনের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যাপারে চীনের মনোভাব নিয়ে সংশ্লিষ্ট সংবাদদাতার প্রশ্নোত্তরে এ কথা বলেন। তিনি বলেন, চীন কখনও নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞার অধীন কোনো দেশের কাছে অস্ত্র বিত্রি করে নি। ইউরোপীয় পার্লামেন্টের সংশ্লিষ্ট প্রস্তাব ভিত্তিহীন ও দায়িত্বহীন।
তিনি বলেন, সাধারণ সামরিক বাণিজ্য ক্ষেত্রে চীন কিছু দেশের সঙ্গে স্বাভাবিক সহযোগিতা বজায় রেখেছে। চীনের সহযোগিতা চীনের সামরিক বাণিজ্যিক নীতি ও আইন, নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের মর্ম এবং চীনের আন্তর্জাতিক দায়িত্বের পরিপন্থী নয়। চীন অব্যাহতভাবে এ সব মৌলিক নীতিতে অটল থেকে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে থাকবে।
(খোং চিয়া চিয়া)
|