২৪ এপ্রিল চীন বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা জোরদার করে বিশ্ব জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
এ দিন পেইচিং-এ অনুষ্ঠিত 'আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত সৃজনশীলতা ফোরাম'-এ চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়ান কাং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে এখনও অনেক সমস্যা আছে। এ ব্যাপারে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা জোরদার করলে সমস্যাটি সমাধান করা সহজ হবে।
একই দিন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর লিউ ইয়ান তোং জাতিসংঘ উপ-মহাসচিব শান জু খাংয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন সরকার সতর্কভাবে জলবায়ু কনভেনশন মেনে চলবে এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে, যাতে বিশ্ব জলবায়ু রক্ষা করার জন্য আরো বেশি অবদান রাখা যায়।
জানা গেছে, এ পর্যন্ত চীন ৯৭টি দেশের সঙ্গে ১শ' ৩টি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র।
(খোং চিয়া চিয়া)
|