২৪ এপ্রিল দ্য হিন্দু পত্রিকার খবরে জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ২৩ এপ্রিল বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উচিত্ ইরানের পরমাণু কর্মসূচীর প্রকৃতি যাচাই করে দেখা।
এদিনে মুখার্জি ভারতের পার্লামেন্টে বলেন, ভারত মনে করে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের এই চুক্তি মেনে চলার দায়িত্ব আছে। অন্য দিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরী করছে কিনা সে সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের ইচ্ছা মতো কাজ করা উচিত নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সে দায়িত্ব পালন করা উচিত।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২৯ এপ্রিল ভারত সফর করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র টম কেসি ২২ এপ্রিল বলেন, যুক্তরাষ্ট্র ভারতের প্রতি ইরানকে কঠোরভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করার কথা বলার জন্য প্রস্তাব দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে বলে, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সমস্যায় ভারতের অন্য কোন দেশের দিক নির্দেশনা দরকার নেই। (লিলি)
|