২৩ এপ্রিল গাজা এলাকায় ফিলিস্তিনী উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ ত্রাণ ও কর্ম সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা জন জিং ইসরাইলকে অবিলম্বে গাজা এলাকায় তাদের জ্বালানী সরবরাহ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, গত ১০ মাসে গাজা এলাকায় বিশেষ করে জ্বালানীর ওপর ইসরাইলের অবরোধ আরোপ জোরদার করা হয়েছে যা ফিলিস্তিনী অধবাসীদের জন্য 'সত্যিকার দুর্যোগ' বয়ে এনেছে।
তিনি আরো বলেন, ইসরাইল গত দুই সপ্তাহ ধরে জ্বালানী সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গাজা এলাকার মানুষের জীবনের জন্য হুমকি ডেকে এনেছে এবং নিয়ন্ত্রণহীন মানবিক সংকট সৃষ্টি করছে। জ্বালানীর অভাবের কারণ ২৪ এপ্রিল এই সংস্থা গাজা এলাকার ১০ লাখ শরণার্থীর জন্য ত্রাণ সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে।
(খোং চিয়া চিয়া)
|