v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-24 16:03:10    
ইরান পারমাণবিক কর্মসূচী তদন্ত আই এ ই একে সহযোগিতা করতে রাজি

cri
    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এ'র মুখপাত্র মেলিসা ফ্লেমিং ২৩ এপ্রিল স্বীকার করেছেন যে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার ব্যাপারে রাজি হয়েছে। এ বছরের মে মাসে ইরান এই সংস্থার কাছে তাদের পারমাণবিক অস্ত্র গবেষণা সম্পর্কিত বর্তমান অবস্থা ব্যাখ্যা করবে। জানা গেছে, আই এ ই এ'র উপ-মহাপরিচালক অলি হেইনোনেনের চলমান ইরান সফরের সঙ্গে এর ঘনিষ্ঠ যোগসূত্র আছে।

    অলি হেইনোনেন ২১ এপ্রিল তেহরানে পৌঁছেন। তিনি ইরানের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে দু'দিন রুদ্ধ দ্বার বৈঠক করেছেন। তথ্য মাধ্যম জানায়, হেইনোনেনের এবারের সফরের উদ্দেশ্য হচ্ছে একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার ইরানের বিরুদ্ধে গোপন পারমাণবিক অস্ত্র গবেষণার অভিযোগের ব্যাপারে ইরানকে ব্যাখ্যা দেওয়ার জন্য তাগিদ দেওয়া। ইরান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হেইনোনেন ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা চুক্তির কাঠামোর আওতায় এর আগে এক বার নিয়মিত সফরে ইরান যান। দু'পক্ষ সহযোগিতা বিষয়ে গভীর আলোচনাও করেছে। ২৩ এপ্রিল ফ্লেমিং তথ্য মাধ্যমকে বলেন, হেইনোনেনের নেতৃত্বে আই এ ইএ'র প্রতিনিধি দল দু'দিনব্যাপী বৈঠকে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। ইরান পারমাণবিক অস্ত্র গবেষণা সংক্রান্ত অভিযোগের ব্যাপারে এই সংস্থার তদন্ত কাজে সহযোগিতা করবে। তিনি আশা করেন, ইরান মে মাসে এই সংস্থার কাছে অভিযোগ খন্ডন করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ হাজির করবে। আই এ ই এ'র মহাপরিচালক মোহাম্মেদ আল-বারাদেই বলেন, ইরানের সিদ্ধান্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক তত্পরতার অতীত ও বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানা। বারাদেই আশা প্রকাশ করেন, মে মাসের শেষ দিকে দ্বিতীয় বার ইরানের পারমাণবিক কর্মসূচীর ওপর রিপোর্ট দাখিল করার আগেই তিনি ইরানের ব্যাখ্যা পাবে।

    আই এ ই এ'র কাছে ইরান কোন কোন বিষয়ে ব্যাখ্যা দিতে পারে সে সম্পর্কে বিশ্লেষকরা আভাস দিয়েছেন। এখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্তের প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরানের 'শাহাব-৩' ক্ষেপণাস্ত্রের সংস্কারের অবস্থা, ভূগর্ভে ইরানের রিমোট নিয়ন্ত্রিত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পরীক্ষার কারণ এবং ইরানের ইউরেনিয়াম রূপান্তরকরণের অবস্থা ইত্যাদি। কিছু পশ্চিমা দেশ সন্দেহ করে যে, এই গবেষণাগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। তারা মনে করে, ইরান গোপনে পারমাণবিক বিস্ফোরণের উপাত্ত সংগ্রহের জন্য ভূগর্ভস্থ পরীক্ষাগার নির্মাণ করছে। কিন্তু ইরান একাধিক বার গোপন পারমাণবিক অস্ত্র গবেষণার কথা অস্বীকার করেছে। ইরান জোর দিয়ে বলে আসছে তারা ইরান শিল্প উন্নয়নের চাহিদা মেটানোর উদ্দেশ্যে বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি উন্নয়নের জন্য পারমাণবিক কর্মসূচী চালাচ্ছে। যাতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বাড়ানো যায়। এ ব্যাপারে ইরান অনমনীয় নীতি গ্রহণ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা অস্থায়ীভাবে বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে তিন বার অবরোধ আরোপ করেছে।

    ইরান সরকার বার বার নিজের পারমাণবিক পরিকল্পনা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের কথা বললেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্য দেশগুলো ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে। ২২ ফেব্রুয়ারী বারাদেই ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে এক রিপোর্টে বলেন, ইরানের পারমাণবিক পরিকল্পনায় স্বচ্ছতা অনেক বেড়েছে। তবু আরো কিছু বিষয়ে ব্যাখ্যা দরকার। এ বছরের মে মাসের শেষ দিকে বারাদেই ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আবার রিপোর্ট দাখিল করবেন। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, এবার ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 'পারমাণবিক অস্ত্র পরিকল্পনা' নিয়ে একটি সমঝোতায় পৌঁছতে পেরেছে। এ থেকে বোঝা যায় যে, পারমাণবিক সমস্যায় ইরানের অনমনীয় অবস্থানের কিছুটা পরিবর্তন হয়েছে। বার্তা সংস্থা ইরনার খবরে জানা গেছে, বৈঠকে অংশগ্রহণকারী একজন ইরানী কর্মকর্তা বলেন, ইরানের আলোচনার দরজা এখনো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জন্য খোলা আছে। ইরান অব্যাহতভাবে এই সংস্থার সঙ্গে সহযোগিতা করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)