v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-24 12:10:04    
হাইনান প্রদেশের প্রাকৃতিক গঠন(ছবি)

cri

    হাইনান প্রদেশের প্রাকৃতিক উপায়ে উত্পাদনের ভিত্তি এবং জনগণের প্রাকৃতিক সংরক্ষণ সচেতনতা অনেক বেড়েছে। প্রাকৃতিক প্রদেশ নির্মাণে যে কোনো কাজ করার ক্ষেত্রেও প্রাকৃতিক সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখতে হবে । হাইনান প্রদেশে সারা বছরেই সবুজ গাছ দেখা যায়। প্রাদেশিক সরকার মিথেন গ্যাস ব্যবহার করার প্রস্তাব দিয়েছে । তা কৃষকদের জন্য জ্বালানী সম্পদের চাহিদা মেটানোর পাশপাশি প্রচুর রাসায়নিক সার উদ্বৃত্ত হবে। এখন হাইনানে মিথেন গ্যাস ব্যবহারের হার চীনে সবচেয়ে বেশি।

    এর পাশাপাশি গ্রামাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও বসবাসের অবস্থারও উন্নতি হয়েছে। ২০০০ সাল থেকে হাইনান প্রদেশে সাংস্কৃতিক প্রাকৃতিক গ্রাম নির্মাণের কাজ শুরু হয়। ২০০৭ সালের শেষ নাগাদ ৭০০০টিরও বেশি প্রাকৃতিক গ্রাম নির্মিত হয়েছে। যা হাইনানের মোট গ্রামের ৩০ শতাংশেরও বেশি। ছেংমাই জেলার সিংহুই গ্রাম হলো এর মধ্যে অন্যতম । সবুজ গাছ ও পরিস্কার জলবায়ু সম্পন্ন গ্রামের দৃশ্য অনেক শহরের অধিবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রামের কৃষকরা নানা ধরনের পারিবারিক হোটেলও চালু করেছে। কৃষক ওয়াং লি ফেন বলেন, সরকারের সমর্থনে গ্রামের অবকাঠামো নির্মাণ ও পরিবেশ সংরক্ষণের জন্য ৬ লাখ ইউয়ান পুঁজি বিনিয়োগ করা হয়েছে। পরিবেশ উন্নয়নের পর পর্যটক সংখ্যা অনেক বেড়েছে এবং কৃষকদের আয়ও বৃদ্ধি পেয়েছে।

    বিভিন্ন প্রদেশ থেকে আসা অনেক বেশি পর্যটক আমাদের গ্রাম পরিদর্শন করেন। বৈশিষ্ট্যসম্পন্ন সামুদ্রিক খাবার ও গ্রীষ্মমন্ডলীয় ফল খান এবং আমাদের জীবনধারা সম্পর্কে জানার চেষ্টা করেন। এ সব কিছুই আমাদের জন্য অনেক বেশি কল্যাণ ব্যয় এনেছে। এখন আমাদের জীবনযাত্রা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । পর্যটন শিল্প হলো হাইনান প্রদেশের গুরুত্বপূর্ণ শিল্প। হাইনান প্রদেশের পর্যটন ব্যুরোর প্রধান চাং ছি মনে করেন, প্রাকৃতিক পরিবেশ হলো হাইনানের পর্যটন উন্নয়নের ভিত্তি ও মূলধারা।

 সান ইয়া শহর

   প্রাকৃতিক প্রদেশ গঠন হলো হাইনান প্রদেশের পর্যটন উন্নয়নের বস্তুগত সংস্কৃতির ভিত্তি । তা হাইনান পর্যটন ক্ষেত্রের সম্প্রসারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গ্রীষ্মমন্ডলীয় বন পর্যটন, সমুদ্র পর্যটন, অনুসন্ধান পর্যটন, ঝর্না পর্যটন সবই প্রাকৃতিক পর্যটনের ধারা। সান ইয়ান শহরের সিয়াং থৌ ইন থাইন হোলিডে হোটেলের ম্যানেজার লিউ খাই ছিয়াং বহুবার যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং থাইল্যান্ডের বালি দ্বীপ পরিদর্শন করেছেন। তিনি মনে করেন, সানইয়া'র প্রাকৃতিক পরিবেশের গুণগতমান হবে ভবিষ্যতে পর্যটন শিল্পের উন্নয়নের শক্তিশালী ভিত্তি।

    বিদেশের তুলনায় সানইয়ান শহরের প্রাকৃতিক পরিবেশ সবচেয়ে উন্নত অঞ্চলের অন্যতম ইয়ালোং ওয়ান, সানইয়াওয়ানসহ বিভিন্ন অঞ্চলের হোটেলের পরিসেবার মানও ভালো। আমরা জানি তা আমাদের সম্মিলিত সুযোগ এনে দিয়েছে। পরিবেশ ধ্বংস করা হলে আমাদের সম্মিলিত সুযোগের ক্ষতি হবে। প্রাকৃতিক পরিবেশ হল আমাদের জীবনযাত্রার ভিত্তি । নইলে পর্যটকরা এখানে আসবেন না ।

    হাইনান প্রদেশের সরকারের নীতি থেকে বোঝা যায়, তারা অব্যাহতভাবে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা , গুরুত্বপূর্ণ পানি সম্পদ ও সমুদ্রের সংরক্ষণ ও প্রশাসনিক কাজ গুরুত্ব দেয়ার পাশাপাশি বনাঞ্চলের হার উন্নত করবে এবং পরিবেশ সংরক্ষণের পুঁজি বিনিয়োগ বাড়বে। শিল্পের নির্ধারণ, পুঁজি বিনিয়োগে আকৃষ্ট করা এবং প্রকল্পের অনুমোদন বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের সচেতনতাকে জোরদার করবে এবং কম জ্বালানী সম্পদ ব্যয়ে বিরাট অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নের জন্য চেষ্টা করবে । (ছাও ইয়েন হুয়া)


1 2