চীনের উচ্চ শিক্ষা সমিতির তথ্য ও প্রচার বিষয়ক বিশেষ কমিটি সম্প্রতি একটি খোলা চিঠি প্রকাশ করেছে। এতে কিছু কিছু পশ্চিমা সংবাদমাধ্যমের অযৌক্তিক বক্তব্য এবং দুর্বল আক্রমণের প্রতি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।
খোলা চিঠিতে বলা হয়, কিছু কিছু পশ্চিমা সংবাদমাধ্যম আসন্ন পেইচিং অলিম্পিক গেমস নিয়ে বিকৃতি রিপোর্ট করেছে। মানবাধিকারের মৌলিক নীতি অগ্রাহ্য করে তার চীনা জনগণের প্রতি দুর্বল আক্রমণ করেছে। এ সব প্রচার আন্তর্জাতিক সাংবাদিকতার পেশাগত নীতির পুরোপুরি লংঘন । এটি যেমন বিশ্বে চীনাদের ভাবমূর্তি ভুলভাবে তুলে ধরবে তেমনিও বিভিন্ন দেশ এবং জাতির সংঘর্ষকে প্ররোচিত করবে।
খোলা চিঠিতে বিভিন্ন দেশ , জাতি ও সস্কৃতির পারস্পরিক সমঝোতা, সম্প্রীতি এবং যৌথ উন্নয়ন এগিয়ে নেয়ার জন্য সকল পেশাগত সাংবাদিক সত্যের প্রতি একনিষ্ঠ থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।--ওয়াং হাইমান
|