পিপলস্ ডেইলি পত্রিকার একটি খবরে জানা গেছে, উন্নয়ন,নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক প্রথম পেইচিং মানবাধিকার ফোরাম ২২ এপ্রিল পেইচিংয়ে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
এ ফোরামে, অংশগ্রহণকারীরা বহু বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার পরস্পরের সঙ্গে জড়িত এবং এই সম্পর্ককে বাতিল করে দেয়া যাবে না। উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক মানবাধিকার বাস্তবায়ন করতে হলে সভ্যতা, সংস্কৃতি ও মানবাধিকার উন্নয়নের বৈচিত্র্য অনুযায়ী তা করতে হবে। শক্তির রাজনীতি ও আধিপত্যবাদ, দ্বিমুখী নীতি উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার উন্নয়নের প্রধান বাধা। দু'দিন ব্যাপী সম্মেলনে বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আসা মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। এ ফোরামে মোট ৮০টি নিবন্ধ জমা দেয়া হয়েছে।
(ওয়াং তান হোং)
|