তিন দিনব্যাপী জ্বালানী সম্পদ সম্পর্কিত ১১ তম আন্তর্জাতিক ফোরাম ২২ এপ্রিল ইতালির রাজধানী রোমে শেষ হয়েছে। ফোরামে প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে জ্বালানী উত্পাদনকারী দেশ ও পণ্যভোগী দেশগুলোর প্রতি সংলাপ জোরদার করে আরো ভালোভাবে জ্বালানী নিরাপত্তা ও জলবায়ুর পরিবর্তনসহ বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে বিভিন্ন পক্ষের প্রতি জ্বালানী ব্যবহারের কার্যকরিতা বাড়ানো, নতুন জ্বালানী প্রযুক্তি উন্নয়ন ও নবায়নযোগ্য দূষণমুক্ত জ্বালানী উন্নয়নের পাশাপাশি জ্বালানী বাজারের স্বচ্ছতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, জ্বালানী উত্পাদনকারী ও পণ্যভোগী দেশগুলোর মধ্যে ব্যাপক ও কার্যকর সংলাপ ও সহযোগিতা চালানো হচ্ছে জ্বালানীর টেকসই উন্নয়ন ও জাতিসংঘের দারিদ্র্য বিমোচন লক্ষ্যমাত্র বাস্তবায়নের কার্যকর পদ্ধতি।
ফোরামে অংশগ্রহণকারী চীনের জাতীয় জ্বালানী ব্যুরোর উপ-পরিচালক সুন ছিন ২২ এপ্রিল বলেন, চীনের জ্বালানীর উন্নয়ন শুধু চীনের অর্থনীতির স্থায়ী ও স্থিতিশীল উন্নয়নে নিশ্চয়তা যুগিয়েছে, তাই নয়, বরং বিশ্বের অর্থনীতির সমৃদ্ধির জন্য অবদান রেখেছে। তিনি বলেন, উন্নত দেশগুলোর উচিত জ্বালানীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে আরো বেশি দায়িত্ব পালন করা। (লিলি)
|