ভারতের পররাষ্ট্র সচিব শিবশংকর মেনোন ২২ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, ভারত-চীন সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। ভারতে চীনের বিরুদ্ধে তিব্বতী বিচ্ছিন্নতাবাদীদের রাজনৈতিক কর্মসূচী চালাতে দেওয়া হবে না।
চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর তাই বিং কুও-এর সঙ্গে সাক্ষাত্কালে মেনোন এ কথা বলেছেন।
চীন-ভারত সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের গতিকে তাই বিং কুও উচ্চ মুল্যায়ন করেন। পেইচিং অলিম্পিক গেমসের মশাল সাফল্যের সঙ্গে হস্তান্তরের জন্য ভারত যে ব্যবস্থা নিয়েছিল তাতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেনোন বলেন, পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন।
(ওয়াং তান হোং)
|