চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে , সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত " ২০০৮ সালে সারা দেশে বিদেশী ব্যবয়াসীদের পুঁজিবিনিয়োগ আকর্ষণ সম্পর্কিত কর্মসূচী" অনুযায়ী, চলতি বছর চীন যোগ্য বিদেশী শিল্প প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ করতে উত্সাহ দেবে।
কর্মসূচীতে বলা হয়, বিদেশী ব্যবসায়ীদেরকে বিক্রি ও একীভূত করার মাধ্যমে চীনের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সংস্কারে যোগ দিতে উত্সাহিত করা হবে । বিদেশী ব্যবসায়ীদেরকে সরঞ্জাম তৈরি, নতুন সামগ্রী তৈরিসহ নানা ধরণের হাইটেক উত্পাদন শিল্পে অর্থবিনিয়োগ করতে উত্সাহ দেওয়া হবে ।
কর্মসূচীতে বলা হয়েছে যে, বিদেশী শিল্প-প্রতিষ্ঠানকে আকর্ষনের পাশাপাশি জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত পদার্থের নির্গমন কমানো, ভূমি সাশ্রয় , স্বতন্ত্র উদ্ভাবন এবং সামাজিক দায়িত্ব মেনে চলার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত । তা ছাড়া, বিদেশী পুঁজি আকর্ষণের সামর্থ্য বাড়ানোর জন্য পুঁজিবিনিয়োগের পরিবেশ উন্নত করা উচিত। (চিয়াং চিন ছেন)
|