দীর্ঘকাল ধরে দালাই চক্র সুপরিকল্পিতভাবে "তিব্বতের পরিবেশ দূষিত হয়ে গেছে" এবং "তিব্বতের প্রাকৃতিক পরিবেশ গুরুতরভাবে বিপন্ন হয়েছে-এ কথা বলার পাশাপাশি নানা ধরণের মিথ্যা প্রচার করে আসছে। কিন্তু বাস্তবতা থেকে দেখা গেছে যে, কেন্দ্রীয় সরকারের পরিচর্যা এবং জনগণের সমর্থনে তিব্বতের প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের পাশা পাশি কার্যকরভাবে তা সংরক্ষণ করা হয়েছে। এ থেকে দালাই চক্রের মিথ্যাচার ধরা পড়ে গেছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহা-পরিচালক চাং ইয়োং চে বলেন, ২০০৭ সাল পর্যন্ত দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য তিব্বত মোট ৮ কোটিরও বেশি রেনমিনপি বরাদ্দ করেছে। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিব্বতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ কাজে চীন ১০ বিলিয়ন রেনমিনপি ব্যয় করছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমান তিব্বতের সংরক্ষিত অঞ্চলের আয়তন প্রায় ৪ লাখ বর্গকিলোমিটার। তা সারা অঞ্চলের মোট ভূ-সম্পদের আয়তনের ৩৪ শতাংশ। এটা সারা দেশের শীর্ষ স্থানে রয়েছে। তিব্বতে বনায়নের হার বিংশ শতাব্দীর ৫০-এর দশকে ১ শতাংশের কম থেকে বর্তমানে ১১.৩ শতাংশে দাঁড়িয়েছে। তিব্বত এখনও বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ এলাকাগুলোর মধ্যে অন্যতম। (লিলি)
|