|
 |
(GMT+08:00)
2008-04-23 19:01:06
|
পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বিদেশী ছাত্রছাত্রীদের চীন ত্যাগ করার খবর পুরোপুরি মিথ্যা
cri
সম্প্রতি কয়েকটি বিদেশী তথ্য মাধ্যমের খবরে বলা হয়েছে, চীন সকল বিদেশী ছাত্রছাত্রীদের পেইচিং অলিম্পিক গেমস চলাকালে চীন ত্যাগের কথা বলেছে। এ সম্পর্কে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সংশ্লিষ্ট খবর পুরোপুরি মিথ্যা, বাস্তবের সঙ্গে তা সংগতিপূর্ণ নয়। তিনি বলেন, চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও বিদেশী ছাত্রছাত্রীদের অধ্যয়নরত উচ্চ বিদ্যালয়গুলো কখনো অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময় বিদেশী ছাত্রছাত্রীদের চীন পরিত্যাগের কথা বলে নি। অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময় বিদেশী ছাত্রছাত্রীরা আইনানুসারে চীনে থাকতে পারবে। কিছু কিছু বিদেশী ছাত্রছাত্রী সেচ্ছাসেবক হিসেবে অলিম্পিক গেমসের সেবাও করবেন। এ সময় চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় কর্মকান্ড স্বাভাবিকভাবে চলবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|
|
|