১৯ এপ্রিল 'একই কামনা' শীর্ষক চীন ও যুক্তরাষ্ট্রের শিশুদের আঁকা পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিশাল ছবিটি পরস্পরের কাছে হস্তান্তর অনুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। মার্কিন ওয়াইল্যান্ড তহবিলের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব সামুদ্রিক পার্ক ও পেইচিং আন্তর্জাতিক ভাস্কর্য পার্ক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়াইল্যান্ড হচ্ছেন যুক্তরাষ্ট্রের সামুদ্রিক পরিবেশ সংরক্ষণকারী একজন খ্যাতিমান চিত্রশিল্পী। গত ৩০ বছরে তিনি পরিবেশ সংরক্ষণের ওপর বিশাল আকারের অনেক ছবি এঁকেছেন। এ বছর তিনি এক হাজারেরও বেশি মার্কিন শিশুকে নিয়ে যৌথভাবে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের ওপর ৮০ বর্গমিটার লম্বা একটি বিশাল ছবি এঁকেছেন। অলিম্পিক গেমসের 'আরো দ্রুত, উচ্চ ও শক্তিশালী' মর্মের প্রতীক হিসেবে তিনটি শুশুক এই ছবিতে রয়েছে। চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য, শিল্পী ইউয়ান সি খুন সরাসরি ওয়াইল্যান্ডের গৃহীত কর্মসূচী সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পৃথিবীকে যত্নে রাখার উদ্দেশ্যে তিনি চীনের শিশুদের নিয়ে 'মেরু-অঞ্চলের প্রাণী' নামে একটি ছবিও এঁকেছেন।
চীন ও যুক্তরাষ্ট্রের শিশুদের অংশ নেয়া এই বিশাল ছবি দুটি দু'দেশের দশ বারোটি শহরে প্রদর্শন করা হবে। যাতে আরো বেশি কিশোর ও কিশোরী সামুদ্রিক সম্পদের মূল্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং যৌথভাবে পেইচিং ২০০৮ সবুজ অলিম্পিকের কথা প্রচারে ভূমিকা রাখতে পারে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|