ইরাকের পুলিশ চৌকিতে আত্মঘাতী বোমায় ৩০ জন আহত
cri
ইরাকী পুলিশের একটি সুত্র ২২ এপ্রিল জানিয়েছে, এদিন ইরাকের আল আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরের একটি পুলিশ চৌক আত্মঘাতী গাড়ী বোমা হামলার শিকার হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। ২২ এপ্রিল সকালে একজন আত্মঘাতী গাড়ী চালিয়ে পুলিশ চৌকির দিকে ছুটে গিয়ে গাড়ীতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় । চৌকিতে তল্লাশির জন্য অপেক্ষমান থাকা বেশ কয়েকটি গাড়ী বিস্ফোরণে বিধ্বস্ত হয়। তা ছাড়া, বিস্ফোরণে কমপক্ষে ৯জন পুলিশ ও ২১জন নিরীহ মানুষ আহত হয়।
|
|