২২ এপ্রিল চীনের " প্রতিবন্ধী নিরাপত্তা আইনের" খসড়া সংশোধনী নিয়ে দ্বিতীয় বারের মতো আলোচনা হয়েছে । এই খসড়া আইনে প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা, বিভিন্ন পর্যায়ের সরকারকে প্রতিবন্ধিদের জন্য বরাদ্দ করা বিশেষ অর্থকে রাষ্ট্রীয় অর্থ বাজেটে অন্তর্ভুক্ত করা এবং স্থিতিশীল অর্থের স্থিতিশীলতার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে ।
চীনের ৮ কোটিরও বেশী প্রতিবন্ধীর স্বার্থের সঙ্গে জড়িত " প্রতিবন্ধীদের নিরাপত্তা আইন" ১৭ বছর আগে কার্যকর করা হয়। এবারের সংশোধিত আইনে জীবনযাত্রায় জটিলতায় আক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সামাজিক বীমার ভর্তুকি দেওয়া, তাদের মৌলিক জীবনযাত্রা নিশ্চিত করা এবং তাদের জন্য কর্মসংস্থান গড়ে তোলার ক্ষেত্রে নানা ধরণের বিধি যোগ করা হয়েছে ।
|