চীনের অলিম্পিক গমসের মশাল বাহক চিন চিংয়ের কাছে পাঠানো সমবেদনা বানীতে চীনের প্রতিবন্ধী খেড়োয়ালের ওপরে প্যারিসে যে হামলা করা হয়েছিলো তার তীব্র নিন্দা করেছে ফ্রান্সের প্রেসিডেণ্ট নিকোলাস সারকোজি। সাংহাইয়ে সফররত ফরাসী সিনেটের স্পীকার ক্রিষ্টিয়ান পনসেলে এই সমবেদনা বানী চিনচিংয়ের হাতে তুলে দিয়েছেন। বাণীটিতে বলা হয়েছে, মশাল হস্তান্তরের সময়ে সংঘটিত ঘটনাটি চীনা জনগণের অনুভূতিকে আহত করেছে, বিশেষতঃ চিন চিংয়ের ওপরে হামলা যে কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি এর তীব্র নিন্দা করেছেন। কতিপয় ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে,এটা মোটেও চীনা জনগণের প্রতি ফরাসী জনগণের অনুভূতির বহিঃপ্রকাশ নয়।
ফ্রান্সের প্রেসিডেণ্ট নিকোলাস সারকোজি চিন চিংকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
চিনচিং বলেছেন, তিনি অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর করে ফরাসী জনগণের কাছে চীনা জনগণের বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়েছেন।
(ওয়াং তান হোং)
|