জাতিসংঘের ১২তম বাণিজ্য ও উন্নয়ন বা আঙ্কটাড সম্মেলনে ২১ এপ্রিল ঘানার রাজধানী আক্রায়"বাণিজ্য ও উন্নয়নের মাধ্যমে আফ্রিকার সমৃদ্ধি ত্বরান্বিতকরণ" শীর্ষক একটি উচ্চ পর্যায়ের আলোচনা অধিবেশন আয়োজিত হয়। অধিবেশনটিতে পুঁজিবিনিয়োগ ও সরকারী সাহায্য, বাণিজ্য, প্রযুক্তি ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আফ্রিকার উন্নয়নের ব্যবস্থা ও নীতিমালা প্রণয়ন সম্পর্কে আলোচনা হয়েছ।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ অধিবেশনে বলেছেন, বর্তমানে জাতিসংঘের সহস্রব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্ধেক সময় পার হয়ে গেছে। অবস্থা দৃষ্টে এটা পরিস্কার যে ২০১৫সালের মধ্যে এ এলাকায় কোনো দেশ এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে পারবে না।
বান কি মুন আরও বলেছেন, আফ্রিকার উন্নয়নের জন্য দ্রুত দোহা দফা বৈঠক এগিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, আরও বড় আকারের বিদেশী পুঁজিবিনিয়োগ, অবকাঠামো ব্যবস্থা নির্মাণ আফ্রিকার উন্নয়নে ভূমিকা পালন করবে।
(ওয়াং তান হোং)
|