v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-22 19:43:43    
চীনে বিদ্যুত সাশ্রয় ও বিষাক্ত পদার্থের নির্গমন কামানোর কাজে লক্ষ্যণীয় সাফল্য

cri
    ২০০৭ সালের শেষ নাগাদ চীনে বিদ্যুত উত্পাদনের মোট পরিমাণ ইতিহাসে রেকর্ড ছুঁয়েছে। এর পাশাপাশি বিদ্যুত সাশ্রয় ও বিষাক্ত পদার্থের নিগর্মন কামানোর কাজে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে । ২২ এপ্রিল পেইচিংএ চীনের রাষ্ট্রীয় বিদ্যুত পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা কমিশনের ভাইস চেয়ারম্যান ওয়াং ইয়ে পিন এ কথা বলেছেন।তিনি বলেন, ২০০৭ সালের শেষ নাগাদ, চীনে বিদ্যুত উত্পাদনের মোট পরিমাণ ছিল ৭,১৩ বিলিয়ন কিলোওয়াটার ঘন্টা। ২০০৭ সালে চীনের রাষ্ট্রীয় বিদ্যুত পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা কমিশন ছোট আকারের বিদ্যুত উত্পাদন কারখানাগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় । গত এক বছরে মোট ৫৫০টিরও বেশী বিদ্যুত উত্পাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে । এর ফলে মোট ১ কোটি ৪০ লাখ কিলোওয়াটার ঘন্টা বিদ্যুত উত্পাদন বন্ধ হয়ে গেছে । সারা বছর বিদ্যুত উত্পাদনে যে কয়লা ব্যবহার করা হয়েছে তা ২০০৬ সালের তুলনায় প্রতি কিলোওয়াটের বিদ্যুতের বিপরীতে নয় গ্রাম কমে গেছে । সাম্প্রতিক বছরগুলোর মধ্যে কয়লার ব্যবহার এটাই সবচেয়ে বেশী।

     তা ছাড়া, পরিবেশ পর্যবেক্ষক নিয়োগ, লাইসেন্সের ওপর তদারকি জোরদার করা এবং আধুনিক প্রযুক্তি সহ বিভিন্ন পদক্ষেপ জনপ্রিয় করে তোলার মাধ্যমে চীনের রাষ্ট্রীয় বিদ্যুত পযর্বেক্ষণ ও ব্যবস্থাপনা কমিশন জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত পর্দাথের নির্গমন কমানোর দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে ।