মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা চীনের দৃঢ় বিরোধিতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একগুয়েমির সঙ্গে দালাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে তিব্বত সম্পর্কে যথেচ্ছ মন্তব্য করেছেন। এটা গুরুতরভাবে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে ভুল ও দায়িত্বহীন আচরণ। চীন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কঠোর মনোভাব ব্যক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২২ এপ্রিল পেইচিংয়ে এ কথা বলেছেন।
খবরে জানা গেছে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী পলা জে ডব্রিয়ানস্কি ২১ এপ্রিল দালাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় প্রকাশিত রচনায় লিখেছেন, 'তিব্বত ঘটনা' থেকে প্রতিফলিত হয়েছে যে, চীন সরকার দীর্ঘকাল ধরে তিব্বতের ধর্ম, সংস্কৃতি ও অন্য ক্ষেত্রের স্বাধীনতার ওপর চাপ দিয়ে আসছে। দালাইয়ের সঙ্গে সংলাপ করা হচ্ছে তিব্বতীদের সমস্যা সমাধানের শ্রেষ্ঠ পদ্ধতি।
সংবাদদাতার এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে চিয়াং ইয়ু বলেন, ১৪ মার্চ লাসায় সংঘটিত গুরুতর সহিংস অপরাধের ঘটনা হচ্ছে দালাই চক্র ও দেশি-বিদেশি তিব্বত বিচ্ছিন্নতাবাদী শক্তির যৌথভাবে পরিকল্পিত ঘটনা। চীন প্রস্তাব করেছে যে, যুক্তরাষ্ট্র সত্যকে সম্মান করবে, দালাই চক্রের চীনকে বিচ্ছিন্ন করার তত্পরতায় সমর্থন বন্ধ করবে, নইলে চীন-মার্কিন সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিজের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|