২২ এপ্রিল প্রকাশিত পিপলস ডেইলি পত্রিকায় "তথাকথিত আন্তর্জাতিক সাহায্যে বিচ্ছিন্নতাবাদী তিব্বতপন্থীদের স্বপ্ন কখনও বাস্তবায়িত হবে না" শীর্ষক একটি স্বাক্ষরযুক্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
নিবন্ধে বলা হয়, সাম্প্রতিক কয়েক দিনে পশ্চিমা দেশগুলোর কিছু মানুষের চীনের বিরোধিতা করার পাশাপাশি দালাই চক্রও তাদের কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছু মানুষ দালাই চক্রের অজুহাত দিয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করতে চায়। দালাই চক্র তাদের শক্তিতে নিজেদেরকে শক্তিশালী হিসেবে তুলে ধরতে চায় এবং তারা তিব্বত সমস্যাকে আন্তর্জাতিকীকরণ করার অপচেষ্টা চালাচ্ছে।
নিবন্ধে আরো বলা হয়, এ পর্যন্ত কোন দেশ তথাকথিত তিব্বতের স্বাধীনতাকে স্বীকার করেনি। দালাই চক্রের জানা উচিত যে, তথাকথিত আন্তর্জাতিক সাহায্যের কোনো দরকার নেই। কারণ তিব্বত সমস্যা হচ্ছে চীনের সার্বভৌমত্বের সমস্যা। কোন দর কষাকষির জায়গা এতে নেই। "১৪ মার্চের"ঘটনার পর চীনা জনগণের ঐক্যবদ্ধ এবং চীনা বংশোদ্ভূত প্রবাসীদের বিচ্ছিন্নতা বিরোধী অবস্থান থেকে স্পষ্টভাবেই তা প্রমানিত হয়েছে। (লিলি)
|