২১ এপ্রিল প্যারিস নগর পরিষদ দালাইকে 'ফ্রান্সের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার যে সিদ্ধান্ত চীন তার তীব্র বিরোধিতা করেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে। এ ঘটনা নগ্নভাবে চীনের অভ্যন্তরীন ব্যাপার হস্তাক্ষেপের শামিল এবং গুরুতরভাবে চীন ও ফ্রান্সের সম্পর্ককে ক্ষুন্ন করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২২ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
চিয়াং ইয়ু বলেন, সম্প্রতি ফ্রান্সের কিছু মানুষ ও তথ্য মাধ্যম সত্যকে উপেক্ষা করে চীন সম্পর্কিত ধারাবাহিক নেতিবাচক মন্তব্য ও প্রতিবেদন প্রকাশ করেছে। এটা গুরুতরভাবে চীনা জনগণের অনুভুতিকে ক্ষুন্ন করেছে। প্যারিসের নগর পরিষদ দালাইকে ফ্রান্সের সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা দ্বিতীয় বারের মতো তিব্বতী জনগণসহ ১৩০ কোটি চীনা জনগণের প্রতি গুরুতর উস্কানি। এটা কেবল দালাই ও 'তিব্বত স্বাধীনতা' পন্থীদের ঔদ্ধত্য বাড়ানোর পক্ষে সহায়ক হবে।
চীন ফ্রান্সের ভুল আচরণ থেকে সৃষ্ট নেতিবাচক প্রভাব দূর করা, 'তিব্বত স্বাধীনতা' পন্থীদের চীনকে বিভক্ত করার তত্পরতার প্রতি সমর্থন বন্ধ করা, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তাক্ষেপ বন্ধ করা এবং বাস্তব উদ্যোগ নিয়ে চীন ও ফ্রান্সের সম্পর্ক রক্ষা করার জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ফ্রান্সের প্রতি দাবি জানিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|