নাইজেরিয়ায় শেল কোম্পানির তেল পাইপ লাইন হামলার শিকার হওয়ার পর তেল উত্পাদনের পরিমাণ কমে যাওয়ায় ২১ এপ্রিল আন্তর্জাতিক বাজারে দিন শেষে তেলের মূল্য প্রথমবারের মতো ব্যারেল প্রতি ১১৭ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
শেল কোম্পানি জানায়, নাইজেরিয়ায় এই কোম্পানির পাইপ লাইন হামলার শিকার হওয়ায় তাদের দৈনন্দিন অশোধিত তেল উত্পাদনের ক্ষমতা ১ লাখ ৬৯ হাজার ব্যারেল কমে গেছে।
সরবরাহে অস্থিরতার কারণে নিউইয়র্ক পণ্য বিনিময় কেন্দ্রে মে মাসের জন্য হালকা অশোধিত তেলের ফিউচাসের দাম ব্যারেল প্রতি ৭৯ সেন্ট বেড়ে দিন শেষে ১১৭.৪৮ মার্কিন ডলারে ওঠে। এটা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। লন্ডন বাজারের জুন মাসের জন্য ব্রেন্ট অশোধিত তেলের ফিউচাস ব্যারেল প্রতি ৫১ সেন্ট বেড়ে দিন শেষে ১১৪.৪৩ মার্কিন ডলার দাঁড়ায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|