জাতিসংঘের মহাসচিব বান কিমুন ২১ এপ্রিল তাঁর মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক ঘোষাণায় বলেছেন, সোমালিয়ায় সংঘটিত সংঘর্ষের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঘোষণায় বান কিমুন সংঘর্ষে যারা হতাহত হয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দু'পক্ষের প্রতি সংযম বজায় রাখা এবং বাড়াবাড়ি না করার তাগিদ দিয়েছেন। তিনি উল্লেখ করে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষ নিরীহ মানুষের ওপর হামলা করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লংক্ষণ।
|