v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-22 16:23:35    
চীনের তৈরী খেলনা বিশ্বের শিশুদের আনন্দ এনে দিয়েছে

cri

    চীনের ইতিহাস সুদীর্ঘকালের । সময়ের সঙ্গে তালমিলিয়ে চীনের শিশু খেলনারও ক্রমে ক্রমেই পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঘুড়ি ও শাটেলকর্ক সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে । এ সব খেলনা কেবল যে মজাতার তাই নয় , বরং শরীর চর্চার জন্যও একটি খুবই চমত্কার উপায়। লিউ হাং হলেন একজন পেইচিং-এর অধিবাসী । তার ছোটবেলায় তিনি অন্যান্য ছোট্ট বন্ধুদের সঙ্গে শাটেলকর্ক খেলতেন। এ শাটেলকর্ক খেলাটি চীএ খুবই জনপ্রিয়। শিশু-কিশোর ও যুক-বৃদ্ধ সবাই সকাল সন্ধ্যায় সময় পেলেই দলবদ্ধ হয়ে খেলে থাকে। সাধারণত পা' লয়ে একজনের থেকে অন্যজনের দিকে ছুড়ে মারতে হয়। খোলার সময় তা মাটিতে পড়বে না। এ সম্পর্ক তিনি বলেন:" ছোটবেলায় আমি শাটেলকর্ক খেলতে খুবই পছন্দ করতাম। বিশেষ করে কয়েক জন ছোট্ট বন্ধু একসাথে মিলে শাটেলকর্কের ছোরাছুরি খেলতে অনেক মজা লাগতো। এটি একটি খুবই চমত্কার বিনোদনমূলক অনুষ্ঠান।"

    চীনের অর্থনীতির অবিরাম উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণের পর, চীনের তৈরী খেলনার বৈচিত্র্যময়তা হয়ে উঠেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের খেলনাও পর্যার ক্রমে চীনে চলে এসেছে। চীনের খেলনা উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো আধুনিক খেলনা তৈরীর কাজ শুরু করেছে। যেমন , পুতুল, রেশমের অব্যহৃত সূতা দিয়ে তৈরী বিভিন্ন ধরণের প্রাণী এবং প্লাস্টিকের তৈরী গাড়ি ।

    বর্তমান চীনের খেলনা উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের তৈরী খেলনা যে শুধু চীনা শিশুদের চাহিদা মেটাচ্ছে তা নয়, বরং তা বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের নিত্য দিনের জীবনে আনন্দনও এনে দিয়েছে। বিশ্বের বেশ কিছু বিখ্যাত খেলনা উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান চীনের খেলনা উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানেরসঙ্গে যৌথ সহযোগিতা শুরু করেছে। বিশ্বের খেলনা উত্পাদনের সবচেয়ে বেশি প্রতিষ্ঠান চীনে রয়েছে। ২০০৬ সালে চীনের তৈরী খেলনা রপ্তানির মোট পরিমাণ ছিল ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের প্রায় ৭০ শতাংশ। এসব খেলনা বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিক্রী হয়েছে এবং ই ইউ, যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের দিক থেকে তা শীর্ষ অবস্থান দখল করেছে। চীনের পূর্বাঞ্চলের চে চিয়াং প্রদেশের একটি খেলনা কারখানার প্রধান ইয়ে শাং শুই অবহিত করেন যে, " আমাদের কারখানায় উত্পাদিত সব খেলনাই কাঠ নিয়ে প্রস্তুত। যা ইউরোপ ,আমেরিকা এবং জাপানে বেশি রপ্তানি করা হয়। আমরা ক্রেতাদের মতামত অনুযায়ী খেলনা তৈরীর চেষ্টা করি। এতে যথাযথভাবে তাদের চাহিদা পূরণ করা যায়।"

1 2