২১ এপ্রিল চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পেইচিং-এ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনে বাধ্যতামূলক টিকার ধরন অব্যাহতভাবে বেড়েছে। বর্তমানে চীনে ১৪ ধরনের বাধ্যতামূলক টিকা দেওয়া হচ্ছে। ।
তিনি আরো বলেন, টিকা বৈচিত্রের কার্যকর সম্প্রসারণ নিশ্চিত করার জন্য গত বছরের শেষ নাগাদ চীনের বিভিন্ন অঞ্চলে ২শ' ৭০কোটি ইউয়ানে কেন্দ্রীয় অর্থ ব্যবহারের পাশাপাশি তাদের আগের পরিকল্পনা অনুযায়ী টিকা ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ যাতে না কমে সে অনুরোধ জানানোর হয়েছে।
তাছাড়া ভ্রাম্যমান শিশুদের সময়মতো বাধ্যতামূলক টিকাদান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে একই এলাকায় ৩ মাসের বেশি সময় থাকা শিশুদের স্থানীয় টিকাদান কর্মসূচীতে অন্তর্ভূক্ত হওয়া উচিত।
(খোং চিয়া চিয়া)
|