v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-21 18:36:56    
বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ১২ তম জাতিসংঘ সম্মেলন শুরু

cri
    বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ১২ তম জাতিসংঘ সম্মেলন ২০ থেকে ঘানার রাজধানী আক্রায় শুরু হয়েছে। সম্মেলনটি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো "উন্নয়নে বিশ্বায়নের সুযোগ ও চ্যালেঞ্জ"।

    সম্মেলনে অংশগ্রহণকারী জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, বিশ্বায়ন এবং বিশ্ব অর্থনীতির দ্রুত উন্নয়নসহ সব মানুষের জন্য কল্যাণ বয়ে আনেনি। খাদ্যশস্যের বিপুল মূল্যবৃদ্ধির ফলে সময়মতো জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হবে কিনা এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা যাবে কিনা, বিশ্ব অর্থনীতির সামনে সেটা এখন কঠিন এক চ্যালেঞ্জ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানের অনুরোধ জানিয়েছেন। সম্মেলনে অংশগ্রহণকারী ৪৯টি স্বল্পোন্নত দেশ এদিন এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন মতৈক্যে পৌঁছানোর আহবান জানিয়েছে, যাতে বর্তমান খাদ্যমূল্য বৃদ্ধিজনিত সংকটের সমাধান করা যায়।

    এদিন সম্মেলনের পাশাপাশি "গোষ্ঠী৭৭ +চীন"-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনও আয়োজিত হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের গৌন ঋন সংকট থেকে সৃষ্ট বিশ্ব আর্থিক বাজারের অস্থিরতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য যে ক্ষতির কারণ হয়েছে তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি সম্মেলনে নতুন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুননির্মাণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ই সিয়াও চুন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক ব্যবস্থার পূর্ণ নীতিমালা ও নিয়মকানুন প্রণয়নে অংশ নেয়ার জন্য উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা। (লিলি)