v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-21 18:10:40    
চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মানবাধিকার সহযোগিতা চালাতে চায়: লুও হাও ছাই

cri
    চীনের মানবাধিকার গবেষণা সমিতির মহা-পরিচালক লুও হাও ছাই ২১ এপ্রিল পেইচিংয়ে বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আরো ব্যাপক ও গভীরভাবে মানবাধিকার বিনিময় ও সহযোগিতা চালাতে ইচ্ছুক। এতে আরো ভালভাবে চীনের মানবাধিকার কাজের উন্নয়ন হবে।

    এদিন অনুষ্ঠিত "পেইচিং মানবাধিকার ফোরামে" তিনি বলেন, চীন মানবাধিকার ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে। এর পরও মানবাধিকার ক্ষেত্রে চীনের অনেক সমস্যা ও অসুবিধা রয়েছে। তিনি বলেন, চীন সরকার কখনো এসব সমস্যা এড়িয়ে যায়নি। বরং প্রকাশ্যে অর্থনীতি ও সমাজের সার্বিক উন্নয়ন এবং দিন দিন পূর্ণাঙ্গ গণতান্ত্রিক আইনের মাধ্যমে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। পক্ষান্তরে কিছু পশ্চিমা দেশ বরাবরই মানবাধিকার সমস্যায় দ্বিমুখী নীতি গ্রহণ করে আসছে এবং চীনসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে অভিযোগ করে আসছে।

    লুও হাও ছাই বলেন, মানবাধিকার ক্ষেত্রে চীন বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করা, সমঝোতা বাড়ানো, মতভেদ কমানো এবং মতৈক্য সম্প্রসারণের পক্ষপাতী। বিভিন্ন দেশের উচিত পারস্পরিক সম্মান প্রদর্শন করা, পরস্পরের কাছ থেকে শেখা এবং অভিজ্ঞতা গ্রহণ করা, যাতে আন্তর্জাতিক মানবাধিকার কাজের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। (লিলি)