এশিয় আঞ্চলিক মেধাস্বত্ব ব্যবস্থা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সেমিনার ১৫ এপ্রিল পেইচিংয়ে শুরু হয়েছে। ফিলিপাইন, লাওস ও কম্বোডিয়াসহ ১৬টি দেশ ও এশিয়ার সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর উদ্যোগে এবারের এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। চার দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারী স্বদেশের মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়ন, মাধ্যমিক ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তি উদ্ভাবন ত্বরান্বিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের মার্কা সুরক্ষা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করছেন।
চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরো আশা করে, এবারের সেমিনারের মাধ্যমে পরস্পর পরস্পরের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করবে। যাতে এশিয় আঞ্চলিক মেধাস্বত্ব ক্ষেত্রের ফলপ্রসু সহযোগিতা ত্বরান্বিত করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়।(লিলু)
|