v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-22 15:23:04    
ডিটার মাসগানের চীনে জীবনযাপনের গল্প

cri

    আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এফ এ ডব্লিউ ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি লিমিটেডের জার্মানীর উচ্চপদস্থ ম্যানেজার ডিটার মাসগানের চীনে জীবনযাপনের গল্প শোনাবো । ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি লিমিটেড হলো চীনের এফ এ ডব্লিউ গ্রুপ কোম্পানি এবং জার্মানীর ফোক্সওয়াগন ও আউডি এজির যৌথ পুঁজি বিনিয়োজিত গাড়ি উত্পাদন শিল্প প্রতিষ্ঠান । কোম্পানির কর্মীরা চীন ও জার্মানীর নাগরিক ।২০০৫ সালে ডিটার মাসগান কর্মোপলক্ষে চতুর্থবারের মতো চীনে আসেন। তিনি হলেন জার্মানীর ফোক্সওয়াগন গাড়ি কোম্পানির প্রতিনিধি, এফ এ ডব্লিউ ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি লিমিটেডের উচ্চপদস্থ ম্যানেজার । উত্তরপূর্ব চীনের চিলিন প্রদেশের রাজধানী ছাংছুন শহরে এফ এ ডব্লিউ ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি লিমিটেডের কারখানায় আমাদের সংবাদদাতা চীনে ১২ বছর ধরে কাজ করা ডিটার মাসগানের সঙ্গে কথা বলেন ।

    সম্ভবত জার্মানীর চরিত্রের কারণে কারাখানায় বসে তিনি সরাসরি সংবাদদাতাকে বলেন, আমার নাম ডিটার মাসগান । ৫২ বছর বয়স। আমার দু সন্তান । ২৭বছর আগে আমি জার্মানীর ফোক্সওয়াগন কোম্পানিতে কাজ শুরু করি এবং চীনে ১২ বছর ধরে কাজ করছি । তিনি বলেন, তাঁর জন্মস্থান জার্মানীর বার্লিনে । ছোটবেলা থেকেই তিনি গাড়ি খুব পছন্দ করেন । একই বয়সের শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকতো তখন তিনি সবসময় গাড়ির ম্যাগজিন পড়তো। তিনি নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্য ছোটবেলা থেকেই আপ্রান চেষ্টা করেছেন। ১৯৮০ সালে তিনি ফোক্সওয়াগন কোম্পানির কাজে যোগ দেন । ১৯৮৮ সালে তিনি জার্মানীর কোম্পানীর প্রতিনিধি হিসেবে চীনে আসেন ।তিনি বলেন, ১৯৮৮ সালে আমি প্রথমবারের মতো চীনে এসেছি । তখন শাংহাই ফোক্সওয়াগন গাড়ি কোম্পানিরতে ৩ বছর কাজ করেছিলাম । সে সময় চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি মাত্র শুরু হওয়ার কারণে কোম্পানির কাজ তেমন বেশি ছিল না । এ তিন বছরের জীবনযাপন ছিল খুব আরামদায়ক । তখন থেকেই তিনি বারবার চীনে এসে কাজ করেছেন এবং প্রধানত চীনের গাড়ি শিল্পের কেন্দ্রস্থল ছাংছুন শহরে বসবাস করেন ।বিগত বছরগুলোয় ছাংছুন শহরের পরিবর্তন সম্পর্কে তিনি আন্তরিকভাবে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ছাংছুনে অনেক পরিবর্তন হয়েছে । এখানকার অর্থনৈতিক উন্নয়ন এলাকা দ্রুতভাবে উন্নত হয়েছে এবং অনেক নতুন আবাসিক ভবনও নির্মিত হয়েছে । শিল্পের দ্রুত উন্নয়নের পাশাপাশি ২০০৭ সালে ছাংছুনে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়া শীতকালীন গেমস এবং উত্তরপূর্ব এশিয়ার বার্ষিক মেলা ডিটার মাসগানের মনে গভীর ছাপ ফেলেছে।

    এসব আয়োজনের মধ্য দিয়ে ছাংছুনের শিল্পায়নে বিরাট অগ্রগতি প্রতিফলিত হয়েছে এবং পর্যটন ক্ষেত্রের উন্নয়নও আন্তর্জাতিকায়ন হয়েছে । এশিয়া শীতকালীন গেমস আয়োজনের সময় ছাংছুনের হোটেলগুলোয় নানা দেশ থেকে আসা অতিথি ও পর্যটকরা ছিলেন । আমার মনে হয় আগের চেয়ে ছাংছুনের আরও আন্তর্জাতিকায়ন হয়েছে । অনেক বিদেশীর মতো ছাংছুনে আসার গোড়ার দিকে ভাষার যোগাযোগ সমস্যা থাকার কারণে তাঁকে জীবনযাপন ও কাজে অনেক ঝামেলার সম্মুখীন হতে হতো। তখন মাসগানের চীনা বন্ধু ও কর্মীরা তাঁকে আন্তরিক সাহায্য করেছেন এবং তাঁর কাজ সুষ্ঠুভাবে চলার জন্য কোম্পানি তাঁর জন্য বিশেষ অনুবাদক নিয়োগ করে । তিনি বলেন,  গত কয়েক বছরে এখানে কাজ করার পর আমার মনে হয় যেন নিজের বাড়িতেই আছি । অনেক লোক আমাকে সাহায্য করেছে এবং তাদের সাহায্যে আমি সংস্কৃতি ও চিন্তাভাবনার পার্থক্যের কারণে সৃষ্ট বিভিন্ন ঝামেলা মোকাবিলা করেছি । কোম্পানির পরিকল্পনা বিভাগের উচ্চপদস্থ ম্যানেজার হিসেবে তিনি নিজের বৈশিষ্ট্যসম্পন্ন মতামত পোষণ করেন । তবে যৌথ পুঁজি বিনিয়োজিত কোম্পানিতে কীভাবে চীনা ও বিদেশী কর্মীদের কাজের সমন্বয় করা যায় ,তা তাঁর চিন্তা চেতনার বিষয়ে পরিণত হয়েছে ।তিনি বলেন, গত শতাব্দীর ৭০ দশকে চীন সংস্কার ও উন্মুক্তকরণের পর অনেক জিনিসই নতুন করে শিখতে হয় । তখন আমার পেশাগত জ্ঞান খুব দরকার । এ ক্ষেত্রে যদিও জার্মানীর প্রাধান্য রয়েছে ,তবুও চীনা কর্মীদের পরিশ্রমও নিষ্ঠার দরকার । ১৯৯২ সালে এফ এ ডব্লিউ ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠার সময় বার্ষিক গাড়ির উত্পাদন ছিল মাত্র ৮০০০ । ২০০৭ সালে কোম্পানির গাড়ি উত্পাদন পরিমাণ দাঁড়ায় প্রায় ৪.৯ লাখে ।

    ২০০৪ সালের জুন মাসে এফ এ ডব্লিউ ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি আনুষ্ঠানিকভাবে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর সরকারী গাড়ি প্রস্তুত ও সরবরাহের অংশীদারে পরিণত হয়েছে এবং পেইচিং অলিম্পিক গেমসের চলাকালে ৫০০০ গাড়ি সরবরাহ করবে । ২০০৮ সালে অলিম্পিক গেমস স্পন্সর করা সম্পর্কে মাসগানের কথা হলো, অলিম্পিক গেমস যেমন একটি ক্রীড়া প্রতিযোগিতা, তেমনি নিজেকে মেলা ধরার সুবর্ণ সুযোগ। এ ব্যাপক মনোযোগী গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও স্পন্সর করার মাধ্যমে এফ এ ডব্লিউফোক্সওয়াগন ওটোমোবাইল কোম্পানি অলিম্পিক মর্মে কর্মীদের ভূমিকাকে জোরদার করার পাশাপাশি কোম্পানির ট্রেডমার্ক ও সুনাম উন্নত করতে পারবে । কোম্পানির দীর্ঘকালীন উন্নয়ন সম্পর্কে তিনি এফ এ ডব্লিউ গ্রুপ কোম্পানি, ফোক্সওয়াগন এজি এবং আউডি এজির মধ্যে সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন,

    আমি আশা করি, তিনটি কোম্পানি কৌশলগত ক্ষেত্রে দীর্ঘকালীন সহযোগিতা করবে । ফোক্সওয়াগন অটোমোবাইল কোম্পানি ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর অনেক প্রকল্পে সহযোগিতা বাস্তবায়ন করেছে ।বর্তমানে ফোক্সওয়াগন এজি ও এফ এ ডব্লিউ গ্রুপ কোম্পানির সহযোগিতার মাধ্যমে নিজেদের গবেষণা কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করেছি এবং ২০০৮ সালে অলিম্পিক গেমসের আগে নতুন উত্পাদিত গাড়ি বাজারে ছাড়বো । বহুবার ছাংছুনে এসে কাজ করার কারণে মাসগান ছাংছুন ফোক্সওয়াগনকে খুব ভালোবাসেন । তিনি গর্বিতভাবে চীনাভাষায় বলেন, আমি এফ এ ডব্লিউ ফোক্সওয়াগনে কাজ করি ,আমি কোম্পানিকে ভালোবাসি !'