v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-21 15:03:34    
নুরি আল মালিকির সমর্থন লাভের লক্ষ্যে কনডোলিত্সা রাইসের আকস্মিক ইরাক সফর

cri
    ২০ এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিত্সা রাইস পুনরায় আকস্মিকভাবে ইরাক সফরে রাজধানী বাগদাদ পৌঁছেছেন । গত মাসে ইরাকের নিরাপত্তা বাহিনীর শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল সদরের নেতৃত্বাধীন মাহদি আর্মির ওপর অব্যাহত সামরিক অভিযানের কারণে সংবাদ মাধ্যম মনে করে, এবার রাইসের সফরের উদ্দেশ্য হলো ইরাকী প্রধানমন্ত্রী নুরি আল মালিকির মেহদী আর্মির ওপর আঘাত হানার বিষয়টির ওপর সমর্থন লাভ ।

    সফরকালে রাইস ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন । তিনি ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমাণ্ডার পেট্রাউস এবং ইরাকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন ।

    গত এক মাসে ইরাকের নিরাপত্তা বাহিনী ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী এবং বৃটিশ বাহিনীর সমর্থনে বাগদাদ ও বসরাসহ সদরের নেতৃত্বাধীন মাহদি আর্মির ওপর ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে এবং দু'পক্ষের গুরুতর ক্ষতি করেছে । এপ্রিল মাসের শুরুতে সাদর মাহদি আর্মির সঙ্গে যুদ্ধবিরতি ও বসরা এলাকা থেকে তাদের প্রত্যাহারের কথা ঘোষণা দিয়েছেন । ইরাক সরকার একে স্বাগত জানিয়েছে ।

    তবে এ ঘটনার শেষ এখনো হয় নি । মার্কিন-ইরাক যৌথ বাহিনী মাহদি আর্মির ওপর হামলা বন্ধ করে নি । ১৮ এপ্রিল ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী এবং ইরাকী নিরাপত্তা বাহিনী যুদ্ধ বিমানের সহায়তায় সদরের নিয়ন্ত্রাধীন বসরা শহরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় শিয়া সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গীদের ওপর আঘাত হেনেছে । এতে স্থানীয় সশস্ত্র জঙ্গী, ইরাকী নিরাপত্তা বাহিনীর সৈন্য ও নিরীহ লোকসহ কমপক্ষে ১৪জন নিহত এবং ৮৪জন আহত হয়েছে । ১৯ এপ্রিল মার্কিন যুদ্ধ বিমান ও বৃটেনের দামার সহায়তায় ইরাকী নিরাপত্তা বাহিনী সদরের নেতৃত্বাধীন মাহদি আর্মির বসরা শহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে । এদিন সদরের এক কঠোর বিবৃতিতে বলেন, ইরাক সরকার শান্তির পথে না চলে অব্যাহতভাবে স্বদেশের জনগণের ওপর হিংসাত্মক হামলা চালালে এবং সরকারের নিয়ন্ত্রণাধীন মিলিশিয়া সশস্ত্র সদস্যদের নিয়ন্ত্রণে না রাখলে তাঁর নেতৃত্বাধীন সশস্ত্র জঙ্গীরা সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে ।

     এ উত্তেজনাময় পরিস্থিতিতে রাইসের এবারের সফর সরাসরিভাবে মার্কিন সরকারের মাহদি আর্মির ওপর আঘাত হানার বিষয়টিকে ইরাক সরকারের সমর্থন লাভের চেষ্টা । এটি হলো ইরাকে রাইসের সফরের প্রধান উদ্দেশ্য । ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠকের সময় রাইস মাহদি আর্মির ওপর আঘাত হানার জন্য ইরাক সরকারের প্রশংসা করেছেন । তিনি বলেন, ইরাক সরকারের শিয়া সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গীদের ওপর আঘাত হানা হলো ইরাকের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য চালানো গুরুত্বপূর্ণ চেষ্টা । তা ইরাকের সুন্নী সম্প্রদায়, কুর্দী এবং ইরানের সমর্থন না পাওয়া শিয়া সম্প্রদায়ের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করার জন্য সহায়ক । তিনি আরও বলেন, ইরাক সরকার এবং মালিকির নেয়া ব্যবস্থা ইরাকীদের ঐক্যবদ্ধের জন্য অনুকূল তা সকল ইরাকীর সমর্থন করা উচিত ।

    রাইসের ইরাক সফরের আরেকটি উদ্দেশ্য হলো এবারের সফরের মাধ্যমে ইরাক জাতির সঙ্গে তাদের সমঝোতা দ্রুত করা । তিনি জোর দিয়ে বলেন, গত মাসে নুরি আল মালিকি সরকারের বসরা শহরে সশস্ত্র জঙ্গীদের ওপর চালানো সামরিক অভিযান ইরাকের বিভিন্ন ধর্মীয় দল ও জাতিকে ঐক্যবদ্ধ করেছে । তিনি আশা করেন, ইরাক সরকার সম্পূর্ণভাবে এ ঐক্যবদ্ধ পরিস্থিতিকে কাজে লাগাবে ।

    জানা গেছে, ইরাকের প্রেসিডেন্ট তালাবানি রাইসের সঙ্গে বৈঠকের সময় বলেন, গত বছর সরকার থেকে চলে যাওয়া সুন্নী সম্প্রদায়ের অ্যাকোর্ড্যনস ফ্রন্ট পুনরায় সরকারে আসার সিদ্ধান্ত নিয়ে মালিকির কাছে তাদের নির্বাচিত সরকারের মন্ত্রীদের নাম তালিকা দাখিল করেছে । সুন্নী সম্প্রদায়ের অ্যাকোর্ড্যনস পুনরায় সরকারে অংশ নিলে রাইসের সফরের উদ্দেশ্যের জন্য একটি সু খবর হবে ।

     (ছাও ইয়ান হুয়া)